ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইসিসিবিতে জাঁকালো কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আইসিসিবিতে জাঁকালো কনসার্ট প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে জাঁকালো কনসার্ট ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে এই কনসার্ট শুরু হয়। 

স্কাই ট্র্যাকারের উদ্যোগে ও এজি মোটরসের সহযোগিতায় এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী শুভ, লিংকন, তাপস, এলিটা, তাসফি, রাফা, কণা, আলিফ, আনিকা, জোহান, ফয়সাল, আমজাদ, পাভেল ও ফিরোজ প্রমুখ।

টানা রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট। টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। তবে, আগে থেকে কেনা না থাকলেও যে কেউ হলের সামনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের মূল্য রাখা হচ্ছে পাঁচশ’ টাকা।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।