ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিএফডিসিতে শুরু হলো রোশন-অধরার ‘উন্মাদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
বিএফডিসিতে শুরু হলো রোশন-অধরার ‘উন্মাদ’

বর্তমান সময়ের তরুণ সমাজের নেতিবাচক বেশকিছু দিক উপজীব্য করে যুগল পরিচালক অপূর্ব-রানা নির্মাণ করছেন ‘উন্মাদ’। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

‘উন্মাদ’-এ জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশন ও চিত্রনায়িকা অধরা খান। প্রথম দিনের শুটিংয়ে তারা দু’জনই অংশ নিয়েছেন।

পরিচালক কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বলেন, ‘বিএফডিসিতে বড় সেট করে শুটিং শুরু করেছি। টানা পাঁচদিন এখানে শুট চলবে। ইনডোরের কাজগুলো আগে সেরে নিচ্ছি। এরপর পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন লোকেশন ও ঢাকার বাইরে শুটিং করবো। ’

রোশন ও অধরা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের অভিনীত সিনেমা আগে দেখেছি। আমার মনে হয়েছে তাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস ‘উন্মাদ’ সিনেমায় রোশন-অধরা ভালো করবেন। ’

গত ২৪ অক্টোবর বিএফডিসিতে মহরতের মধ্য দিয়ে সিনেমাটির নাম ঘোষণা করেন পরিচালক অপূর্ব-রানা। তখন সিনেমাটির নায়ক-নায়িকাসহ সকল কলাকুশলীও উপস্থিত ছিলেন। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ সিনেমার মধ্য দিয়ে ২০১৬ সালে ঢালিউডে অভিষেক ঘটে রোশনের। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’ ও কলকাতার ‘ককপিট’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়।

এদিকে, প্রেক্ষাগৃহে অধরা খানের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। একই বছর তার সর্বশেষ সিনেমা ‘মাতাল’ মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।