ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজয় দিবসে আলম আরা মিনুর কণ্ঠে দেশের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
বিজয় দিবসে আলম আরা মিনুর কণ্ঠে দেশের গান

মহান বিজয় দিবস উপলক্ষে ‘নোলক’ শিরোনামের নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। মীর মামুন হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জিএম রহমান রনি। 
 

গানটি নিয়ে আলম আরা মিনু বলেন,  ‘ দেশের গানের জন্য এখন আর কেউ অর্থ লগ্নি করতে চান না। তাই আগের মতো এখন আর এতো দেশাত্মাবোধক গান প্রকাশ হয় না ।

 তবে এখন যারা দেশের গান নিয়ে কাজ করে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ দিতেই হয়। তাই ‘নোলক’ গানের গীতিকার-সুরকারের জন্য শুভকামনা, সুন্দর একটি গান আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ’

সুরকার ও সংগীত পরিচালক জিএম রহমান রনি বলেন, ‘গানটির কথাগুলো হাতে পেয়েই ভালো লেগে যায়। মনের মতো করে সুর করেছি। আর মিনু আপাও দারুণ গেয়েছেন। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। ’ 

গানটির গীতিকার মীর মামুন হোসেন বলেন, ‘ভালোবাসা থেকেই দেশের গান লিখি। মিনু আপা গুণীশিল্পী। তার কণ্ঠে গানটি তুলতে পেরে ভালো লাগছে। আমার বিশ্বাস, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। ’

গানটির গল্পনির্ভর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন মিজানুর রহমান ফয়সাল। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সুজন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার উপর নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিশুশিল্পী অবনি, ইয়াসমিন, শাহ আলম কবির, সাইদুর সুমন, শাহরিয়ার শুভ, আমির ও হাসান।

আলম আরা মিনু’র কণ্ঠে ‘নোলক’ শিরোনামের গান-ভিডিওটি প্রকাশ পেয়েছে রেইন মিউজিক’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।