ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহাকাল নাট্য সম্প্রদায়’র শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
মহাকাল নাট্য সম্প্রদায়’র শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’  মহাকাল নাট্য সম্প্রদায়’র মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ 

মহাকাল নাট্য সম্প্রদায়ের আলোচিত প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামানের রচনায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাক আশিক রহমান লিয়ন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার-পরিজনকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড আর সেই নির্মমতা নিয়ে মহাকাল নাট্যসম্প্রদায়ের গবেষণালব্ধ নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’।  এটি তাদের ৪০তম প্রযোজনা।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’র ক্ষণ গণনার শুভযাত্রায় মহাকাল নাট্যসম্প্রদায়ের এই আয়োজন।

মহাকাল নাট্য সম্প্রদায়’র শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ জন্মশতবার্ষিকী’র ক্ষণ গণনার শুভযাত্রার বিশেষ এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগ- এর উপদেষ্টা মঞ্চসারথি আতাউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব জনাব আবদুল মালেক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব জনাব রাম চন্দ্র দাস, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব এ. এইচ. এম. হাবিবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ পুলিশ’র ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান পিপিএম (বার), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব সায়লা ফারজানা এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: জাকেরুল আবেদীন।

নাটকটির অভিনয়শিল্পীরা হলেন- কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মোঃ শাহনেওয়াজ, মনিরুল কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, ফয়সাল, সোহেল আহমেদ, মিজান শান্ত, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, জুনায়েদ আহমেদ, নূর আকতার মায়া, রাফি, নাসিম রানা, রিফাত হোসেন জুয়েল, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান ও মীর জাহিদ হাসান।

নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ, আলো, পোষাক ও আবহসঙ্গীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, অ্যানিমেশন ও আবহসংগীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, কোরিওগ্রাফী আমিনুল আশরাফ, পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাস, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, সেট ও প্রপস ব্যবস্থাপক রাজিব হোসেন, প্রযোজনা ব্যবস্থাপক ইকবাল চৌধরী, সহ-মঞ্চ অধিকর্তা শিবলী সরকার, মঞ্চ অধিকর্তা কবির আহামেদ, প্রযোজনা সমন্বয়ক মো: শাহনেওয়াজ, প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান ও সামগ্রিক তত্ত্বাবধানে এডভোকেট আফজাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।