ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘হুল্লোড়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কলকাতার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘হুল্লোড়’ কলকাতার আগে বাংলাদেশের মুক্তি পাচ্ছে ‘হুল্লোড়’

বাংলাদেশ ও কলকাতায় একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিল অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘হুল্লোড়’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম ও দর্শনা বণিক।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুই বাংলায় মুক্তি পাওয়ার কথা থাকলেও পশ্চিবঙ্গের প্রেক্ষাগৃহে নির্দিষ্ট তারিখে দেখা যাবে না সিনেমাটি। তবে বাংলাদেশে পূর্বনির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে ‘হুল্লোড়’।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, কলকাতায় সিনেমাটি মুক্তি পাচ্ছে ৭ ফেব্রুয়ারি। এই প্রথম এমন ঘটনা ঘটেছে, কলকাতার আগে তাদের সিনেমা আমাদের এখানে মুক্তি পাচ্ছে। আর এই সিনেমার বিনিময়ে কলকাতায় যাচ্ছে শাকিব খান-বুবলি অভিনীত আমাদের সিনেমা ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।