ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জোভান-ফারিনের ‘চলো না হারাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
জোভান-ফারিনের ‘চলো না হারাই’

দাম্পত্য জীবনের বিশ্বাস-অবিশ্বাস ও নানা রকম দ্বন্দ্বের গল্পের নাটক ‘চলো না হারাই’। কাব্য হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিন। 

‘চলো না হারাই’র গল্পে দেখা যাবে, জোভান ও ফারিন ভালোবেসে বিয়ে করে সংসার গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় জোভানের বড় ভাই।

নববধূ ফারিনকে বরণ না করে বিয়ের রাতেই তিনি বাসা থেকে তাড়িয়ে দেন। ভাগ্যের নির্মম পরিস্থিতি মেনে নিয়ে জোভান ও ফারিন এক রুমের একটি বাসা ভাড়া নেন। তবে অভাব তাদের গ্রাস করে।

জোভান আর ফারিনের ভালোবাসার গল্পটা শুরু হয় মোটরসাইকেল রেসিং গেমের মাধ্যমে। কারণ জোভান ঢাকা শহরের খুব জনপ্রিয় একজন মোটরসাইকেল রেসার। কিন্তু শুধুমাত্র ফারিনের প্রেমে পড়ে রেসিং থেকে ফিরতে চাইলেও অভাবের কারণে আবার সে ফিরে যায় মোটরসাইকেল রেসিং জুয়ার গেমে।

জোভান ও ফারিনের মধ্যে রেসিং গেম নিয়ে শুরু হয় ভুল বোঝাবুঝি, আর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সেই লেভেলের গল্পের প্লটে ‘চলো না হারাই’ শিরোনামের নাটকটি দেখা যাবে নাগরিক টিভিতে।  

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।