ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাফটায় সেরা সিনেমা ‘১৯১৭’, অভিনেতা ফিনিক্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বাফটায় সেরা সিনেমা ‘১৯১৭’, অভিনেতা ফিনিক্স

‘১৯১৭’র জয়রথ যেন থামছেই না। সিনেমাটি একে একে বছরের পুরস্কারের আসরগুলো নিজের করে নিয়ে জিতে নিচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের সেরার খেতাব। এবার ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডে (বাফটা) সেরা সিনেমা ও সেরা পরিচালকসহ পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে স্যাম ম্যান্ডেসের সিনেমাটি। এছাড়া ‘জোকার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন হোয়াকিন ফিনিক্স।

স্থানীয় সময়ে রোববার (০২ ফেব্রুয়ারি) লন্ডনের রয়েল আলবার্ট হলে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্রিটেনে চলচ্চিত্রের জন্য পুরস্কার বিতরণীর সবচেয়ে বড় এ আয়োজন উপস্থাপনা করেন অভিনেতা গ্রাহাম নর্টন।

বাফটায় ২০২০-এ সেরা যারা:

সিনেমা: ‘১৯১৭’
পরিচালক: স্যাম ম্যান্ডেস (‘১৯১৭’)
অভিনেতা : হোয়াকিন ফিনিক্স (জোকার)
অভিনেত্রী : রেনি জেলওয়েজার (জুডি)
পার্শ্ব অভিনেতা : ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)
পার্শ্ব অভিনেত্রী : লনা ডের্ন (ম্যারিজ স্টোরি)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য : টাইকা ওয়েটিটি (জোজো র‍্যাবিট) 
অ্যানিমেটেড সিনেমা : ক্লাউস
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন : গ্র্যান্ডাড ওয়াজ অ্যা রোম্যান্টিক 
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা : ইফ ইউ আর অ্যা গার্ল
চিত্রগ্রহণ : রোগার ডিয়াকিন্স (‘১৯১৭’)
পোশাক পরিকল্পনা : জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)
প্রামাণ্যচিত্র : ফর সামা
উঠতি তারকা : মাইকেল ওয়ার্ড
সম্পাদনা : অ্যান্ড্রু বাকল্যান্ড ও মাইকেল ম্যাককাস্কের (লে ম্যানস ’৬৬) 
বিদেশি ভাষার সিনেমা : প্যারাসাইট
রূপ ও চুলসজ্জা : বোম্বশেল
মৌলিক সুর : হিলডুর (জোকার)
মৌলিক চিত্রনাট্য : প্যারাসাইট
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ সিনেমা : ব্রুকলিন
আউটস্ট্যান্ডিং নতুন ব্রিটিশ লেখক, পরিচালক/প্রযোজক : মার্ক জেনকিন, কেট বাইয়ার্স, লিন ওয়েইট (বেইট)
বিশেষ আবহ : ‘১৯১৭’
শিল্প নির্দেশনা : ‘১৯১৭’
শব্দ : ‘১৯১৭’
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ‘১৯১৭’

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।