ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেনীতে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের শুটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ফেনীতে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের শুটিং

ফেনী: ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’র শুটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলে এ শুটিং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিচ রাইটার সিনিয়র সচিব নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় এবং লিটন হায়দারের প্রযোজনায় শহরের কলেজ রোডের পুরাতন জেলা কারাগারে চলচ্চিত্রটির শুটিংয়ে অভিনয় করেন ক্রিয়েটিভ পরিচালক জুয়েল মাহমুদ, আহম্মেদ রুবেল ও নায়িকা পূর্ণিমা।  

ছাত্রনেতা থেকে ভাষা আন্দোলনে মূল নেতা হয়ে ওঠাসহ বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বপ্নদর্শী নেতায় পরিণত হওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে চলচ্চিত্রটিতে।

হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে এ চলচ্চিত্র নির্মাণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।