ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলা ভাষাকে অবমাননা, কবির সুমন বললেন- হাসবো না কাঁদবো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
বাংলা ভাষাকে অবমাননা, কবির সুমন বললেন- হাসবো না কাঁদবো কবির সুমন

একজন খাঁটি বাঙালি হিসেবে গর্ববোধ করেন এ যুগের রবীন্দ্রনাথ’খ্যাত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন। সেই কবির সুমনকে সম্মুখীন হতে হলো বাঙালির প্রাণের ভাষা ‘বাংলা’ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে, যা বাংলা ভাষাকে নেহায়েত অবমাননা ছাড়া আর কিছুই নয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এমন একটি দিনের আগে লজ্জাজনক ঘটনাটিই ঘটলো গুণী এই সংগীতশিল্পীর সঙ্গে।

আর সেই আক্ষেপ তিনি প্রকাশ করলেন সামাজিক যোগাযোগামাধ্যমের এক ভিডিও বার্তায়।

সেখানে তিনি বলেন, বন্ধুরা- আমি কবীর সুমন। আমি ‘ব্লগ’ করতে ভালোবাসি না। আবার করছি। করতে বাধ্য হচ্ছি। একটু আগেই একটা টেলিফোন এসেছিল আমার কাছে। একটি এফএম চ্যানেল থেকে বলা হলো, একটা বিতর্কে অংশ নিতে। বিতর্ক এই রকম- ‘বাংলা ভালো ভাষাও নয়, ভালোবাসাও নয়’।

কবির সুমনআজ ২০ ফেব্রুয়ারি। কাল ২১। আমরা রয়েছি কলকাতায়, যা বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমাকে বলা হল,  প্লিজ আপনি বলুন ‘বাংলা ভালো ভাষাও নয়, ভালোবাসাও নয়’,  তারকারা সবাই মত দিচ্ছেন।  

কবির সুমনের দুঃখটা এখানেই বেশি। তাই খানিকটা ক্ষ্যাপে গিয়েই বললেন, এই তারকারা নিশ্চয়ই তামিল বা তেলুগু নয়। কাশ্মীরের নয়। তারা বাঙালি। আমি হাসবো না কাঁদবো!

জানতে চাইলাম, আমার মতো প্রবীণ নাগরিককে এটা জিজ্ঞেস করতে খারাপ লাগছে না? ছেলেটি হার মানছে না। বলছে, তারকারা সব মত দিচ্ছেন!

আর আমি রেওয়াজ করে যাচ্ছি। কাল ২১ ফেব্রুয়ারি এক সমিতির ডাকে আমি বাংলা খেয়াল গাইতে যাবো।

তা হলে কী হেরে গেলাম আমরা? আমরা হেরে গেলাম? অনেক দিন আগে অর্থাৎ ১৯৭৬ সালে জার্মানিতে শহিদ কাদরির সঙ্গে আলাপ হয়েছিল আমার। তিনি বলেছিলেন, সুমন, সাংস্কৃতিক লড়াইয়ে আপনারা জিতে গেছেন।  

আমি তাকে বলেছিলাম, বোধহয় নয়... বোধহয় নয়...। শহিদ বেঁচে গেছেন। তাকে এ প্রশ্ন শুনতে হলো না। আমি বেঁচে আছি। আজও বাংলায় বাহার রাগে খেয়াল রচনা করছি...

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ওএফবি   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।