ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বলিউডের ইলেক্ট্রিকাল মিউজিকে সাব্বির নাসির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
বলিউডের ইলেক্ট্রিকাল মিউজিকে সাব্বির নাসির

ঢাকা: মুক্তি পেয়েছে ব্লুজ ও রক ঘরানার সংগীতশিল্পী সাব্বির নাসিরের নতুন গান ‘মৃত জোনাকি’। 

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে গানচিলের ব্যানারে ইলেক্ট্রিক ঘরানার এ মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়।  

গানটির সুর করেছেন বলিউডে স্থান করে নেওয়া এপিরাসের শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদ।

গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ন’ডরাই চলচ্চিত্রের পরিচালক তানিম রহমান অংশু।  

‘মৃত জোনাকি’ গানটির রেকর্ডিং করা হয়েছে মুম্বাইয়ে এবং গানটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মডেল-অভিনয় শিল্পী সালহা খানম নাদিয়া ও আশফাক রানা।  

গানের বিষয়ে সাব্বির নাসির বলেন, আমার ‘হর্ষ’ শিরোনামের গানটি শোনার পর শাফি মুম্বাই থেকে আমাকে ফোন করে। কাজের ব্যাপারে আমাদের প্রাথমিক কিছু আলোচনা হয়। প্রথমে কিছুটা সিদ্ধান্তহীনতায় থাকলেও পরবর্তীতে এপিরাসের সঙ্গে নিরীক্ষাধর্মী এ কাজটি করার সিদ্ধান্ত নেই। আমি বিশ্বাস করি দর্শকরা গানটি পছন্দ করবেন।  

দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’ চার বছরেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছে। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও সমাদৃত হচ্ছে তাদের কাজ। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’ ব্যাপক সাড়া ফেলেছে।  

২০১৫-২০১৬ সালে বলিউডের আরও ছয়-সাতটি গানের সংগীতায়োজন করে এপিরাস। এরমধ্যে আরমান মালিকের সঙ্গে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘বুদ্ধু সা মান’, ‘গোলমাল অ্যাগেইন’ ছবির ‘হাম নেহি শুধরেঙ্গে’ ও ‘বার বার দেখো’ ছবির ‘সো  আসমান’, অর্ক প্রাভ মুখার্জির সঙ্গে ‘দরিয়া’ ও ‘সালাম-ই-ইশক’-এর রিমেকের সংগীতায়োজন বেশ জনপ্রিয় হয়েছে।  

এছাড়া সংগীত পরিচালক মিট ব্রোস ও সারিব-তোশির কয়েকটি গানেও কাজ করেছেন এ দুই ভাই।

ভিডিও:

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।