ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বব্যাপী বন্ধ, খুলছে চীনের প্রেক্ষাগৃহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
বিশ্বব্যাপী বন্ধ, খুলছে চীনের প্রেক্ষাগৃহ

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের বেশিরভাগ দেশেই বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও দেশটিতে এখন তা নিয়ন্ত্রণে। তাই প্রায় দুই মাস পর খোলা হচ্ছে চীনের প্রেক্ষাগৃহ।

এরই মধ্যে চীনের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ খোলা হয়েছে। মার্চের শেষে দেশটির প্রায় সব প্রেক্ষাগৃহে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

বেইজিংয়ের ব্রডওয়ে সিনেমাটেকের প্রোগ্রামার ইয়াং ইয়াং বলেন, আমাদের প্রেক্ষাগৃহ পুনরায় খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কবে খোলা হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানা যায়, ‘হ্যারি পটার’র অষ্টম কিস্তি দিয়ে পুনরায় খুলবে চীনের প্রেক্ষাগৃহ। এছাড়া অন্যান্য পুরাতন বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোও প্রদর্শিত হবে।

চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) তৃতীয় দিনের মতো আক্রান্ত হননি নতুন কেউ। এতে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরের বিভিন্ন প্রান্তে স্থাপিত চেকপয়েন্টগুলো সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ইতালিতে এই ভাইরাসটি দেখা দিয়েছে মহামারী রূপে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।