ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অর্ণবের সংগীতে সুনিধির কণ্ঠে কবিগুরুর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
অর্ণবের সংগীতে সুনিধির কণ্ঠে কবিগুরুর গান

করোনা পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথের গান প্রকাশ পেলো পশ্চিবঙ্গের গায়িকা ও সংগীতশিল্পী অর্ণবের বান্ধবী সুনিধি নায়েকের কণ্ঠে। গানটির সংগীতায়োজন অর্ণবেরই।

দুজনের দ্বৈতপ্রয়াসে প্রকাশ্যে আসা এ গানের শিরোনাম ‘বন্ধু রহো সাথে’। অর্ণবের সংগীত পরিচালনায় গানটিতে রাগ ভৈরবীতে সানাই বাজিয়েছেন হাসান হায়দার খান।

অর্ণব-সুনিধিআর সানাইয়ের সংযোজনই গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ রবীন্দ্রনাথের গানে এ যন্ত্রটি ব্যবহৃত হয়নি বা হয় না বললেই চলে। এ গান প্রসঙ্গে অর্ণব বলেন, আমাদের নতুন গান। এতে প্রথমবারের মতো সানাই ব্যবহার করলাম। ’   

শনিবার (২৮ মার্চ)   প্রকাশ পেয়েছে অর্ণব-সুনিধির দ্বৈতপ্রয়াসের গান ‘বন্ধু রহো সাথে’।

শান্তিনিকেতনে অধ্যয়নের সূত্রে সংগীতশিল্পী অর্ণবের সঙ্গে পরিচয় সেখানকার শিক্ষার্থী ও গায়িকা সুনিধি নায়েকের।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।