ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা মোকাবিলায় মাঠে নেমে সহায়তা করছেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা মোকাবিলায় মাঠে নেমে সহায়তা করছেন বলিউড তারকারা

ভারতজুড়ে করোনা সঙ্কটে বলিউড তারকারা শুধু সামাজিক মাধ্যমে ভক্তদের সচেতনতার বার্তা দিয়েই ক্ষান্ত থাকছেন না। এবার একের পর এক এগিয়ে আসছেন করোনা সঙ্কট মোকাবিলায় মাঠে কাজ করতে।

ইতোপূর্বে অভিনেত্রী শিল্পা শেঠি, ভূমি পেড়নেকরসহ অনেক তারকাই আহ্বান জানিয়েছেন করোনা ভাইরাস মোকাবিলায় সামর্থবান সবাইকে এগিয়ে আসতে। দেশটির প্রধানমন্ত্রীও ক্ষুদ্রদান গ্রহণ করার ঘোষণা দিয়েছেন।

ফলে যে যা পারছেন, সামর্থমতো তাই দান করছেন করোনা তহবিলে।  

অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২৫ কোটি রুপি দিয়েছেন। বলিউড সংশ্লিষ্ট ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন সালমান খান।

ঋত্বিক রোশন সকল চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য এন-৯৫ এবং এফএফপি৩ মাস্ক কিনেছেন।

টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার প্রধানমন্ত্রীর তহবিলে ১১ কোটি রুপি দিয়েছেন। তিনি মহারাষ্ট্র প্রদেশ সরকারের ত্রাণ তহবিলেও দিয়েছেন এক কোটি রুপি।  

অভিনেত্রী ভূমি পেড়নেকর দান করেছেন ওই তহবিলে। শিল্পা শেঠি প্রধানমন্ত্রীর তহবিলে ২১ লাখ রুপি দিয়ে বলেন, প্রতি বিন্দু জল নিয়েই সাগর গড়ে ওঠে। সবাই এগিয়ে আসুন।  

বরুণ ধাওয়ান ৩০ লাখ রুপি দান করে বলেন, আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। দেশ থাকলে, আমরাও থাকব।  

রিচা চাঢা, পূজা ভাট, বিদ্যা বালান, রিতেশ দেশমুখ, শ্রুতি হাসান এবং অন্যরাও তাদের ভক্তদের উৎসাহ দিচ্ছেন যেন সবাই দিনমজুরদের পাশে এসে দাঁড়ায়।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।