ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খুনি হিসেবে আমির খানের ছবি দেখালো পাকিস্তানি টিভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
খুনি হিসেবে আমির খানের ছবি দেখালো পাকিস্তানি টিভি

পাকিস্তানে ১৭ বছর আগের একটি খুনের মামলার আসামি এমকিউএম নেতা আমির খান। সম্প্রতি এই নেতা মামলাটি থেকে রেহাই পেয়েছেন। আর এনিয়ে খবর প্রচার করতে গিয়ে দেশটির একটি টেলিভিশন অভিযুক্ত খুনির জায়গায় প্রচার করলো বলিউড সুপারস্টার আমির খানের ছবি!

পাকিস্তানের এক নারী সাংবাদিক টেলিভিশনে প্রচারের সেই মুহূর্তের ছবি তুলে তা পোস্ট করেন টুইটারে। এতেই কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

একের পর এক ট্রোল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তিনি টেলিভিশনের নাম প্রকাশ করেননি।

এদিকে বিষয়টি নিতান্তই ভুল বলে দাবি করেছে ওই পাকিস্তানি টিভি। তাদের দাবি, গ্রাফিক্স প্লেটটি যিনি বানিয়েছেন তিনি হয়তো বলিউডের পারফেকশনিস্ট অভিনেতাকে চিনতেন না। তাই গুগলে নাম দিয়ে খুঁজে তার ছবিটি পেয়ে বসিয়ে দিয়েছেন। পরবর্তীতে অবশ্য তারা ছবিটি সরিয়ে ফেলে।

কিন্তু পাকিস্তানি টেলিভিশনটির এমন যুক্তি মানতে নারাজ অনেকে। তাই ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে এনিয়ে আমির খান কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।