ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুপার কমেডি নাটক ‘দহরম মহরম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ২৭, ২০২০
সুপার কমেডি নাটক ‘দহরম মহরম’ সুপার কমেডি নাটক ‘দহরম মহরম’

ঈদের অনুষ্ঠানমালায় টেলিভিশনে অন্যান্য নাটকের তুলনায় কমেডি নাটকের আধিক্য থাকে। এরই ধারাবাহিকতায় এবার সুপার কমেডি নাটক ‘দহরম মহরম’ টেলিভিশনের ঈদ আয়োজনে প্রচার হবে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, উর্মিলা, রিমি করিম, সিয়াম নাসিরসহ অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, দহরম ও মহরম দুই ভাই। তাদের দু’জনের মধ্যে মিল দেখে এলাকাবাসী গর্ব করে। দহরম বড়। তিনি ছোটভাই মহরমের জন্যে জান পর্যন্ত দিতে রাজি। অন্যদিকে মহরমও দহরমের সাথে পরামর্শ না করে কিছু করেন না। অনেকে বলেন, বিয়ে করলে তাদের এই মিল মহব্বত থাকবে না। কিন্তু দু’ভাই মনে করেন, পৃথিবীর কোনকিছুই তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। এসময় দহরম একটা মেয়ের প্রেমে পড়েন। মহরম তার ভাইকে জানায়, এই মেয়েকে বিয়ে করা যাবে না। এরপর শুরু হয় ঝামেলা। আর এভাবে নাটকের গল্প এগিয়ে যেতে থাকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সরদার রোকন বাংলানিউজকে বলেন, রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকে একটা সামাজিক বার্তা পাবে দর্শক।

‘দহরম মহরম’ ঈদের পঞ্চমদিন শুক্রবার (২৯ মে) রাত ৯টা ৩০মিনিটে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমআরএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।