ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কন্নড় চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিবী মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুন ৭, ২০২০
কন্নড় চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিবী মারা গেছেন

মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা চিরঞ্জিবী সরজা।

রোববার (৭ জুন) বিকেলে বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

জানা গেছে, হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা উঠলে তিনি দ্রুত হাসপাতালে ভর্তি হন। কিন্তু মৃত্যু তাকে ক্ষমা করেনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০০৯ সালে ‘ভয়োপুত্র’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় চিরঞ্জিবীরের। এরপর তিনি একে একে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এ তালিকায় রয়েছে- চির্রু, চন্দ্রলেখা, ভারজারি, আম্মা আই লাভ ইউ, সিনগা প্রভৃতি উল্লেখযোগ্য।

এছাড়া চিরঞ্জিবীরের হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা কাজ ছিল। কিন্তু এগুলোর কাজ অসম্পন্ন রেখেই পাড়ি জমালেন ওপারে।

জনপ্রিয় এ তারকার মৃত্যুতে কন্নড় চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।