ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রতিযোগী বেশি চারগুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রতিযোগী বেশি চারগুণ ‘কৌন বনেগা ক্রোরপতি’র উপস্থাপক অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন উপস্থাপিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১২তম সিজনে প্রতিযোগীর সংখ্যা সর্বকালের রেকর্ড ভেঙেছে। এবার ১২ হাজারের বেশি সংখ্যক প্রতিযোগী এই রিয়েলিটি শো’য়ে নাম নিবন্ধন করেছেন যা গত বছরের চেয়ে চারগুণ বেশি।

করোনা প্রভাবে ভারতে চলতি লকডাউনের মধ্যে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তে অংশ নিতে আগ্রহীর সংখ্যা বেড়েছে। প্রাথমিক সিলেকশন পর্বে রেকর্ডসংখ্যক ১২ হাজারের বেশি প্রতিযোগী সামলাতে হয়েছে সনি টিভিকে।

এই পর্বটি ডিজিটালি পরিচালনা করা হয়েছে সনি লাইভ অ্যাপে।

সনি লাইভ অ্যাপের প্রোগ্রামিং প্রধান অমোঘ দুসাদ এক বিবৃতিতে জানান, এবার কেবিসিতে অংশগ্রহণে আগ্রাহীর সংখ্যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ। মানুষের মাঝে সনি লাইভের মতো একটি ডিজিটাল মাধ্যম ব্যবহারের এত উচ্চ হার সত্যিই বিস্ময়কর।

চলতি বছরের ৯ মে কেবিবি-১২’তে অংশ নিতে আগ্রহীদের নাম নিবন্ধন শুরু হয়। এটা চলে টানা চার সপ্তাহ। নিবন্ধনের পর ডিজিটাল অডিশন হয়। সাধারণ জ্ঞানের একটি পরীক্ষার মাধ্যমে এটা শুরু হয়। ধাপে ধাপে সমন্বিত প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়ে হবে ফাইনাল রাউন্ড।

কেবিসি-১২ কবে টিভি পর্দায় আসবে সে দিন-ক্ষণ এখনও ঘোষণা হয়নি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।