ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চঞ্চল-মেহজাবিনের টেলিছবি ‘সুর সতীন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
চঞ্চল-মেহজাবিনের টেলিছবি ‘সুর সতীন’

দশ গ্রামের নাম করা ভাদু গায়েন রাত জেগে পালা গান গেয়ে সুরের যাদুতে সবাইকে মুগ্ধ করতেন। তার গানের প্রেমে পড়ে সুন্দরী জরিনা ঘর ছেড়ে সংসার গড়েন ভাদুর সঙ্গে। 

কিন্তু গান পাগল ভাদু সবসময় গান বাঁধা আর গান গাওয়া নিয়ে এতই মগ্ন থাকতেন যে প্রিয়তমর প্রতি নজর দেওয়ারও ফুসরত নাই তার। যে গান আর গানের মানুষকে ভালোবেসে জরিনা ঘর ছেড়েছিলেন অল্পদিনের মধ্যেই সেই গানকে তার ‘সতীনের’ মতো মনে হতে থাকে।

 

ঘটনা প্রবাহে একদিন জরিনা অভিশানে আত্মহত্যা করেন। আর সেই থেকে ভাদু গায়েন আর কোনোদিন গান করেনি। আসরে ওঠেনি। স্মৃতির অন্তরারে একাকী নির্ভত জীবন বেছে নেয়। বার্ধক্য ভর করে তাকে। হঠাৎ একদিন ঘটে যায় একটি মর্মস্পর্শী ঘটনা...।

এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘সুর সতীন’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।

টেলিছবিটিতে ভাদু গায়েন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং জরিনা চরিত্রে মেহজাবিন চৌধুরী। আরো অভিনয় করেছেন আল মনসুর ও ডলি জহুরসহ অনেকে।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে ‘সুর সতীন’ টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।