ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’র যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’র যাত্রা শুরু

নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’। ‘শ্রমে-সততায়-সৃজনে বাঁচি’ স্লোগান নিয়ে শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রথম ক্রেতা হয়ে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাঙ্গণেমোর’র অনন্ত হিরা, নূনা আফরোজসহ অন্য সদস্যরা। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রয়োজনীয় সবজি ক্রয় করা যাবে এই ভ্যান থেকে।

‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’র যাত্রা শুরুএ প্রসঙ্গে নূনা আফরোজ বলেন, ‘আমাদের থিয়েটার বন্ধ চার মাস ধরে। মঞ্চের পর্দা খুলতে পারছি না। চাকুরি হারিয়ে বেকার হয়েছে আমাদের কয়েকজন বন্ধু। আমাদের দলের অফিস যেখানে আমরা প্রতিনিয়ত নাটকের মহড়া করি, যেখানে আমাদের সব নাটকের সেট প্রপসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে। যার সঙ্গে জড়িয়ে আছে থিয়েটারের প্রতিটি সদস্যের আত্মা। সেখানে গত চার মাস আমরা যেতে পারছি না কিন্তু ভাড়া দিয়ে যাচ্ছি প্রতি মাসে ৩৫,০০০ হাজার টাকা। ’

‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’র যাত্রা শুরুতিনি আরও বলেন, ‘গত চার মাসে ভাড়া দিতে হয়েছে ১ লাখ ৪০,০০০ হাজার টাকা। এই অবস্থায় আমরা আমাদের দলের কার্যালয়টি (মহড়া কক্ষ) হারাবার আশঙ্কা করছি। কারণ, আমরা কেউ জানি না এই সঙ্কটকাল আর কতোদিন চলবে। আমাদের দলের কার্যালয়ে থাকা ১৪টি চলমান প্রযোজনার সেট, প্রপস, প্রিন্টিং, কম্পিউটার, ব্যানারসহ প্রতিটি প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রয়েছে আমাদের প্রতিটি সদস্যের শ্রম, ঘাম আর আবেগের সম্পর্ক।  

‘তাই দলের অফিসটি ধরে রাখতে এবং এই সংকটকালে থিয়েটারের বন্ধুদের ইতিমধ্যে কর্মহীন হয়ে সাময়িক অর্থ সংকটে ভুগছেন। কেউ কেউ ঢাকার বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছেন, তাদের পাশে দাঁড়িয়ে দুঃসময়কে চ্যালেঞ্জ করতে আমরা চালু করেছি পাঁচটি ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’।

‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’র যাত্রা শুরুএ বিষয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “শ্রমে সততায় ও সৃজনে বাঁচি” এই বিশ্বাসে ও অঙ্গীকারে অটল আমাদের বন্ধুরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাক-সবজি সাশ্রয়ীমূল্যে আপনার হাতে তুলে দিতে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর বারটা পর্যন্ত থাকবে মগবাজার, ইস্কাটন, বেইলী রোডসহ সেগুনবাগিচায়। এছাড়াও প্রয়োজনে পৌঁছে দেবে আপনার দরজায়। সমর্থন দিন,পাশে থাকুন। ”

যোগাযোগ করা যাবে- ফেইসবুক পেজ: Prangonemor Theatre Van ও ইমেইল: prangonemortheatrevan@gmail.com- এ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।