ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে শাকিব খানের ২২ সিনেমা নিয়ে বর্ণাঢ্য আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ঈদে শাকিব খানের ২২ সিনেমা নিয়ে বর্ণাঢ্য আয়োজন শাকিব খান

করোনাকালে বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। তাই আসন্ন ঈদুল আযহায়ও চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা মুক্তির সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না।

তবে টেলিভিশনের পর্দায় থাকছে এই তারকার সিনেমা নিয়ে বর্ণাঢ্য আয়োজন।  

একটি চ্যানেলেই ঈদ উপলক্ষে প্রচার হবে শাকিব খানের ২২টি সিনেমা। সে তালিকায় রয়েছে- ‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘মা আমার স্বর্গ’, ‘আমার প্রাণের প্রিয়া’ এবং ‘স্বামীর সংসার’র মতো শাকিব খানের সব সুপারহিট সিনেমা।

ঈদের দিন থেকে সপ্তম দিন সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ১২টা ২৫ মিনিটে শাকিব খান অভিনীত সিনেমাগুলো উপভোগ করতে পারবেন দর্শক। প্রচার হবে নাগরিক টেলিভিশনে। চ্যানেলটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, আমরা সবসময় দর্শক চাহিদার দিকে বিশেষ নজর রেখে অনুষ্ঠান সাজিয়ে থাকে। বিশেষ দিবসেও আমরা দর্শকদের চাহিদা পূরণ করার চেষ্টা করে থাকি। তাই এবারের ঈদে শাকিব খানের একাধিক সিনেমা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সিনেমা প্রচারের তালিকায় আরো রয়েছে- ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘জমজ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘সন্তান আমার অহংকার’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘রাজা বাবু’, ‘লাভ ম্যারেজ’, ‘খোদার পরে মা’, ‘সবার উপরে তুমি’, এবং শাকিব খান ও জয়া আহসানের আলোচিত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।