ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে কলকাতার মধুরার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে কলকাতার মধুরার গান মধুরা ভট্টাচার্য

বাংলাদেশের স্টুডিও জয়ার ব্যানারে সম্প্রতি ‘রিমঝিম বৃষ্টিতে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়িকা মেলোডি কুইন’খ্যাত মধুরা ভট্টাচার্য।

আকাশ ভরা মেঘের ভেলায় নাও ভাসাবো চলো আজ/হাতটি ধরে ভিজবো না হয় মন পাখিটা ভিজে যাক/এসো ভিজি একসাথে রিমঝিম রিমঝিম বৃষ্টিতে/চোখে শুধু চোখ রেখে ভালোবাসি তোমাকে- এমন কথার গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী।

সুর-সংগীতায়োজনে রাজন সাহা।

এ গান প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শিল্পী মধুরা বলেন, ‘করোনার এই সংকটকালের মধ্যেও খুব সুন্দর একটি গান রেকর্ড করলাম। খুব শিগগিরই গানটি প্রকাশ পাচ্ছে বাংলাদেশের স্টুডিও জয়ার ব্যানারে। এটি একটি বর্ষার গান। আর বর্ষাকাল মানেই তো প্রেমের গান। খুব মিষ্টি একটি গান। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। ’

গীতিকবি রিজভী জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশের স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘রিমঝিম বৃষ্টিতে’ গানটি প্রকাশিত হবে।

শিল্পী মধুরা ভট্টাচার্যের শুরুটা বেশ আগে। ২০০৭ সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় ভারতের সংগীত বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইনডিয়ান আইডল’- এ অংশ নেন শিল্পী মধুরা। সেরা দশে আসতে না পারলেও সাধনা ও চেষ্টায় নিজের সংগীত ক্যারিয়ারকে প্রতিষ্ঠত করেছেন।  

২০০৫ সালে ‘বহ্নিশিখা’ সিরিয়ালে প্রথম প্লেব্যাক করলেও এ পর্যন্ত কলকাতার স্টার জলসা, জি বাংলাসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলের অর্ধশতাধিক সিরিয়ালের শীর্ষ সংগীত গেয়েছেন তিনি। তার প্লেব্যাক করা জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে ‘বোঝে না সে বোঝেনা’, ‘মহাকাল’, ‘আরশিনগর’, ‘কী করে তোকে বলবো’, ‘তুই যে আমার’ প্রভৃতি উল্লেখযোগ্য।

এছাড়া তিনি বাংলা ও হিন্দি সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ও ‘নবাব’ চলচ্চিত্রেও তিনি গান গেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।