ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অদিতিকে জড়িয়ে ‘কুরুচিপূর্ণ’ সংবাদ, মামলা করছেন অপূর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
অদিতিকে জড়িয়ে ‘কুরুচিপূর্ণ’ সংবাদ, মামলা করছেন অপূর্ব অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজিয়া হাসান অদিতি

চলতি বছর টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন। তবে তখনই তিনি জানিয়েছেন, বিচ্ছেদ হলেও অদিতির পাশে সবসময় থাকবেন তিনি।

এবার সেটি প্রমাণ করলেন অপূর্ব। নিজের কথায় অনড় থেকে অদিতিকে জড়িয়ে কিছু ‘কুরুচিপূর্ণ’ সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা। শুধু তাই না, বিষয়টি নিয়ে মামলাও করতে যাচ্ছেন সময়ের এই আলোচিত তারকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে বিষয়টি জানান অপূর্ব। পাঠকদের জন্য তার লেখাটি তুলে ধরা হলো-

‘কোন ধরনের ভণিতা না রেখেই বলছি গত দুইদিন থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ভুঁইফোঁড় ধরনের অনলাইন পত্রিকা কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। যা আমার এবং অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আগেও বলেছিলাম অদিতির সঙ্গে আমি এখন সাংসারিক জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং অদিতির সম্মান নিয়ে বা অদিতির নামের সঙ্গে জড়িয়ে তৃতীয় কারো নাম নিয়ে যে বা যারা কোন ধরনের কোন নোংরা খেলায় মাতবে এদের কাউকেই আমি ছেড়ে কথা বলবো না। ’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ফেসবুক পোস্ট

বিষয়টির প্রতিবাদ জানিয়ে অপূর্ব আরো লেখেন, ‘গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশের একজন দুর্নীতিবাজের সঙ্গে আয়াশের মাকে জড়িয়ে এই ধরনের মিথ্যা এবং কাল্পনিক ঘটনা প্রচার করার জন্য আমি এই দেশের একজন সুনাগরিক হিসাবে তীব্র প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদই না, আমাদের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে এই ধরনের নোংরা মিথ্যাচার ছড়ানোর দায়ে আমি এই সকল পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছি। যা আজকালের ভেতরে সম্পন্ন হবে। ’ 

অদিতিকে নিয়ে এই অভিনেতা লেখেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই অদিতি আমার স্ত্রী ছিল এবং এখন সে আমার সন্তানের মা। আমার নয় বছরের সাংসারিক জীবনে অদিতিকে নিয়ে আমার কোন ধরনের কোন অভিযোগ নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বরং আমার জীবনের শ্রেষ্ঠ মানুষদের ভেতরে অদিতি একজন যাকে আমি আজীবন সম্মান করে যাবো। তারসঙ্গে এইটাও বলতে চাই অদিতির যেকোন সম্মানহানিকর ব্যাপারে আমি এভাবেই ওর পাশে থাকবো। আমি আবারো বলছি অদিতি আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং আয়াশের মায়ের বিরুদ্ধে কোন ধরনের কোন ষড়যন্ত্র বা নোংরামিকে আমি মেনে নিব না। ’ 

সবশেষে অপূর্ব লেখেন, ‘গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গিয়ে অদিতি এবং আমাকে জড়িয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো অনলাইন পত্রিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেসঙ্গে আবারো বলছি এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যা কল্পকাহিনী ছড়ানোর দায়ে আমি ঐ সকল অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আরো স্পষ্ট ভাষায় জানাতে চাই, যে বা যারা এই নোংরা খেলার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আমি আইনের আওতায় আনবো। আমি আশা করবো মূল ধারার গণমাধ্যমগুলো আমাকে এই ব্যাপারে সত্য প্রকাশ করে সহায়তা করবেন। কারণ দীর্ঘ সময় মিডিয়াতে কাজ করার সুবাদে তাদের কাছে আমার এই দাবি থাকতেই পারে। ’

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।