ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে: এ আর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে: এ আর রহমান এ আর রহমান

বলিউডের দলবাজি নিয়ে এবার সরব হয়েছেন বিশ্বসংগীতের মহাতারকা এ আর রহমান। সেখানে যে ‘গ্যাং’- এর আধিপত্য চলে, তা নিয়ে মুখ খুলেছেন অস্কারজয়ী এই সংগীত তারকা।

এ আর রহমান বলেন, ‘বলিউডে একটা গ্যাং রয়েছে। তারা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। বলিউড থেকে আমাকে সরানোর জন্য একটি চক্র সবসময়ই তৎপর রয়েছে। এই গ্যাং- এর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাকে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। ’ 

সদ্য প্রয়াত সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’য় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ সম্পর্কে তিনি বলেন, ‘কোনও ভালো সিনেমা হলে, আমি কখনওই সেটায় না বলি না। আর এটা ঠিক যে, এখানে একটা গ্যাং রয়েছে, যারা এই পরিবেশ ঘোলাটে করার কারণ এবং তারাই আমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে। ’

এ আর রহমানের কথায়, ‘সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবরা বলেছিলেন, স্যার, আপনার সঙ্গে কাজ করতে অনেকেই আমাকে মানা করেছিলেন। আপনার সম্পর্কে বলেছেন আরও নানা আজেবাজে কথা।

‘আমি মুকেশ ছাবরার মুখে এই কথা শুনে বুঝতে পারলাম, কেন এখন আমি কম কাজ পাই। কেন ভালো সিনেমায় সংগীত পরিচালনার প্রস্তাব আর আমার কাছে খুব একটা আসে না। গ্যাং- এর চক্রান্তে কিছু ডার্ক সিনেমার কাজ আমায় বেছে নিতে হয়েছে। তবে আমি কখনও তাদের বুঝতে দিই নি- তারা আমার ক্ষতি করছে। ’

বিশ্বসংগীতের এই মহাতারকা আরও বলেন, ‘মানুষজন আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তবে গ্যাং আমায় সেই সব কাজ করতেই দেয় না। তবে, আমি ভাগ্য বিশ্বাস করি। সৃষ্টিকর্তায় বিশ্বাসী। বিশ্বাস করি, সবকিছুই সৃষ্টিকর্তার কাছ থেকেই আসে। তাই আমি এখনও বিভিন্ন সিনেমার কাজ করছি। আর আমি সকলকে বলছি- ভালো ভালো সিনেমা বানান। কেউ যদি ভালো কিছু বানান, তাহলে সবসময় আমি তাদের সঙ্গে আছি। ’

১৯৬৭ সালের ৬ জানুয়ারি বর্তমান এ আর রাহমান জন্মেছিলেন এ এস দিলীপ কুমার নামে। বাবা তামিল সংগীত পরিচালক আর কে শেখর। মা গৃহবধূ কস্তুরি দেবী। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। দিলীপ হয়ে যান এ আর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।