ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজনে আসছে সমরজিৎ রায় ও পুনমের দ্বৈতগান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
ঈদ আয়োজনে আসছে সমরজিৎ রায় ও পুনমের দ্বৈতগান সমরজিৎ-পুনম

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের গুণীশিল্পী সমরজিৎ রায়’র মৌলিক গান ‘সত্যি ভালোবাসি’। সমরজিতের সঙ্গে গানটি দ্বৈতভাবে গেয়েছেন শিল্পী পুনম ঘোষ।

 

এ গানের কথা লিখেছেন মিজানুর রহমান সামি। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ রায় নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, অডিও মিক্সিং ও মাস্টারিং করেছেন জেকে মজলিশ এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।  

এ গান প্রসঙ্গে জানতে চাইলে সমরজিৎ বলেন, ‘করোনার প্রাদুর্ভাব থাকলেও শিল্পীদের অনেকেই ইতিমধ্যে কাজ শুরু করেছেন। কিন্তু বাবা-মা’র সুরক্ষার কথা মাথায় রেখে আমি এখনো বাড়িতেই সময় কাটাচ্ছি এবং বাড়িতে বসেই রেয়াজ, ফেসবুক লাইভ এবং রেকর্ডিংয়ের কাজ করছি। ভিডিও কনফারেন্সেই সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে কলকাতায় রণদীপ মানুর প্রোগ্রামিংয়ে গানটির সংগীতায়োজনের কাজ সম্পন্ন করেছি। ’ 

তিনি আরও বলেন, ‘এটি একটি মিষ্টি প্রেমের গান। মিজানুর রহমান সামি বরাবরের মতোই অনেক সুন্দরভাবে গানের কথাগুলো লিখেছেন। আমার ধারার বাইরে গিয়ে এটার সুর করেছি। হোম স্টুডিও না থাকার কারণে করোনাকালে গাওয়া অন্য গানগুলোর মতো নতুন এই গানটির ভয়েসও মোবাইলেই ধারণ করেছি এবং এই কারণে প্রিয় ভাই জেকে মজলিশকে অনেক জ্বালাতন করেছি গানটির মিক্সিং এর জন্য।  

‘যেহেতু এখনো বাইরে যাচ্ছি না, তাই আমাদের বাড়ির পুকুর পাড়, আমার গানের ঘর ‘স্বপ্নতরী’তেই নিজ অংশের গানের শুটিং করেছি। যা ক্যামেরায় ধারণ করেছেন প্রসেনজিৎ চৌধুরী এবং অদ্বিতীয় কাব্য। পুনমের বাড়ির ছাদে তার গানের অংশের দৃশ্য ধারণ করেছেন। মুম্বাইয়ে আমারই প্রিয় শিষ্য সংগীতশিল্পী প্রেম প্রকাশ কর্ণ গানটির ভিডিও সম্পাদনা করেছে। আমার দৃঢ় বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। ’
 
ঈদ আয়োজনে সমরজিৎ- এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানটি। শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শিল্পী সমরজিৎ নিয়মিত উপহার দিয়ে যাচ্ছেন রুচিসম্মত বেশ ভালো ভালো কিছু মৌলিক গান, যা শ্রোতারা ভীষণভাবে পছন্দ করছেন। দ্বৈতগান’র ক্ষেত্রে সবসময়ই তিনি কাজ করেছেন কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা, রূপরেখা ব্যানার্জী, অন্বেষা দত্তগুপ্ত বা প্রিয়াংকা গোপের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। এবারেই বোধহয় প্রথম নতুনদের একজনকে নিয়ে দ্বৈতগান’র কাজ করলেন তিনি।  

সেটার কারণ জানতে চাইলে শিল্পী সমরজিৎ বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে এমন অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, যাদের গানের সঙ্গে হয়তো আমাদের তেমনভাবে পরিচয় নেই। কিন্তু তাদের গান পরিচিত শিল্পীদের চেয়েও কোনো অংশে কম নয়। সবসময়ই জনপ্রিয়দের নিয়ে কাজ করলেও নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করার ইচ্ছে আমার আগে থেকেই ছিল। পুনম এই সময়ে বেশ ভালো গাইছেন। আমার মনে হলো তাদের মতো শিল্পীদের সবার সামনে তুলে ধরার দায়িত্ব আমাদেরই। সেই দায়িত্ববোধ থেকেই আমার এই সিদ্ধান্ত। আনুষ্ঠানিকভাবে সম্ভবত এটিই পুনমের প্রথম গান। চমৎকারভাবে তিনি গানটি গেয়েছেন। তার জন্য অনেক শুভকামনা রইলো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।