ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাইবার বুলিংয়ের শিকার হয়ে তামিল অভিনেত্রীর আত্মহত্যা চেষ্টা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
সাইবার বুলিংয়ের শিকার হয়ে তামিল অভিনেত্রীর আত্মহত্যা চেষ্টা তামিল অভিনেত্রী বিজয়লক্ষ্মী

তামিল অভিনেত্রী বিজয়লক্ষ্মী প্রেশারের ওষুধ অতিরিক্ত মাত্রায় খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে আত্মহত্যার কথা জানা তিনি।

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

রোববার (২৬ জুলাই) রাতে বিজয়লক্ষ্মী আত্মহত্যার চেষ্টার ভিডিও প্রকাশ করেন। এতে তিনি জানান, রাজনৈতিক দলের দুই নেতা ও তাদের অনুসারীদের দ্বারা সামাজিক মাধ্যমে ক্রমাগত হেনস্থার শিকার হয়ে প্রচণ্ড মানসিক চাপে পড়েছেন তিনি। তাই তাদের শিক্ষা দিতে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন।

বিজয়লক্ষ্মী ভিডিওতে বলেন, ‘এটা আমার শেষ ভিডিও। গত চার মাস ধরে আমি চরম অশান্তিতে আছি, এর কারণ সীমান ও তার দলের লোকেরা। আমি আমার পরিবারের জন্য যথাসাধ্য বাঁচার চেষ্টা করেছি। কিন্তু সামাজিক মাধ্যমে হরি নাদার আমাকে লাঞ্ছিত করেছেন। আমি ব্লাড প্রেশারের ট্যাবলেট খেয়েছি। কিছু সময়ের মধ্যে আমার বিপি কমে যাবে এবং আমি মারা যাবো। ’

তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভাক্তদের বলছি, সীমানকে ছাড়বেন না। ও যেন জামিন না পায়। আমার মৃত্যু সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। ’

এদিকে দক্ষিণের আরেক অভিনেত্রী গায়েত্রি রাঘুরাম টুইটবার্তায় বলেন, ‘বিজয়লক্ষ্মীর অবস্থা এখন স্থিতিশীল। সামাজিক মাধ্যমে হেনস্তা ও হুমকির কারণে তিনি প্রচণ্ড ট্রমার মধ্যে দিয়ে গেছেন।  একজন সংগ্রামী নারী হিসাবে তিনি বারবার এসবের মুখোমুখি হয়েছেন। সাইবার বুলিং বন্ধ করুন। তার দিকে হাত বাড়িয়ে দিন। ’ 

সীমান হচ্ছেন নাম তামিলার কাটচি দলের নেতা। হরি নাদার অন্য আরেকটি দলের গুরুত্বপূর্ণ নেতা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।