ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বৃত্তের বাইরের গল্পে নিশো-মেহজাবীন, নির্মাণে আরিয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
বৃত্তের বাইরের গল্পে নিশো-মেহজাবীন, নির্মাণে আরিয়ান নিশো-মেহজাবীন-আরিয়ান

এ শহরে বসবাসের জন্য আদর্শ বাসা নিয়ে অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। এক সময় যা হয়ে ওঠে নিয়তির লিখন!

এসব মেনে নিয়েই এ শহরের মানুষ জীবনযুদ্ধ করে যাচ্ছে।

ব্যতিক্রম দেখা গেল শুধু একজনকে। অভিনেতা আফরান নিশোর! তিনি সিদ্ধান্ত নিলেন, এভাবে বাড়িওয়ালাদের সঙ্গে পরাজিত হয়ে আর নয়। তিনি একাই একশ। বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতেই! যেখানে তার নিত্য প্রয়োজনীয় সব জিনিস তোলা থাকবে।

তিনি মনে করেন, এটাই এই শহরে হওয়া দরকার, যদি বাঁচতে হয়। বৃত্তের বাইরের এমন এক গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। গল্পটাও তারই, নাম ‘একাই ১০০’। চলতি সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকে আফরান নিশোর বিপরীতে আছেন মেহজাবীন চৌধুরী।

আরিয়ান বলেন, ‘ভাড়াটিয়াদের বাসা বিড়ম্বনার নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। কাজটি শেষ করলাম মাত্রই। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে, বেশ মজা পাবেন দর্শকরা। ’

আরিয়ান জানান, নাটকে আফরান নিশোর এই ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হলো স্থানীয় সৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ, তার গাড়িতে সব থাকলেও টয়লেটটা নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা।

আরিয়ান বলেন, ‘এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিল এই বিদ্রোহীর জীবন। কিন্তু বিপত্তি হলো তার জীবনেও একটি প্রেম আসে। কিন্তু গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই! যে নিজেকে এতদিন একাই একশ ভাবতো, তার প্রেমের পরিণতি কী হবে এখন? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের শেষাংশে। ’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, ৩ আগস্ট রাত সাড়ে ৯টায় ‘একাই ১০০’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। তারও এক ঘণ্টা আগে (সাড়ে ৮টা) এটি প্রচার হবে দীপ্ত টিভিতে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।