ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিশোর পলাশের ঈদের গান ‘কেউ বলে পাগলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
কিশোর পলাশের ঈদের গান ‘কেউ বলে পাগলা’ কিশোর পলাশ

ঈদ আয়োজনে প্রকাশ পেয়েছে ‘ভাঙা তরী’খ্যাত সংগীতশিল্পী কিশোর পলাশের নতুন গান ‘পাগলা’। আশরাফ আলীর কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন নমন।

গানটির ভিডিও নির্মাণ করেছেন নাজমুস সাদাত নাজিম। এতে মডেল হয়েছেন শিল্পী কিশোর পলাশ নিজেই। নতুন গান ও গান বাজারের সমসাময়িক বিষয় সম্পর্কে পলাশ বলেন, সম্প্রতি শিল্পী, গীতিকবি, সুরকার সবাই লড়ছেন নিজেদের অধিকার আদায়ে। একটা বড় অংশ ব্যস্ত আছে কভার সং নিয়ে, অথচ তারুণ্যের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মতো যারা আছে, তাদের উচিত মৌলিক গানে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করা। সেই জায়গা থেকে আমি মৌলিক গান তৈরিতে ব্যস্ত থাকি। আমি তার সফলতাও পেয়েছি শতভাগ। আশা করছি, নতুন গানটিও শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পাবে।

মঙ্গলবার (২৮ জুলাই) জি সিরিজ-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘কেউ বলে পাগলা'। গানটি জি-সিরিজের পাশাপাশি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।  

কিশোর পলাশ আরও বলেন, ঈদ আয়োজনকে ঘিরে বেশ কিছু গান করে রেখেছিলাম। জি সিরিজ’র পাশাপাশি নিজের অফিসিয়াল ইউটিউব থেকে প্রকাশ পাবে ‘তুমি এমন কইরা পাগলে বলো রে’ ও ‘আমারে ডুবাও’ শিরোনামের দুটি গান।  

‘তুমি এমন কইরা পাগলে বলো রে’ গানটির কথা ও সুর করেছেন মাজহারুল ইসলাম জীবন এবং সংগীতায়োজনে সুমন কল্যাণ।  আর ‘আমারে ডুবাও’ শিরোনামের গান লিখেছেন শেখ সাইফুল্লাহ্ রুমী। সুর-সংগীতে এ এইচ জীবন। আশা করি, দর্শক শ্রোতারা এই গানগুলো বেশ ভালোভাবে উপভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।