ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সোনাক্ষীকে লাগাতার হুমকি, গ্রেফতার ১

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
সোনাক্ষীকে লাগাতার হুমকি, গ্রেফতার ১ সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল। শশীকান্ত গুলাব যাদব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবার বুলিং এবং অশালীন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় অভিযোগ করেন নায়িকা।

 

২৭ বছরের ওই যুবকের গ্রেফতারের পরে একটি ভিডিও পোস্ট করে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেলকে ধন্যবাদ জানিয়েছেন সোনাক্ষী। পাশাপাশি দেশজুড়ে বেড়ে চলা ভার্চুয়াল শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবারও ডাক দিয়েছেন দাবাং অভিনেত্রী।

সোনাক্ষী সিনহাসম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া অপকর্ম নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন নায়িকা। ঘটনার সূত্রপাত হয় ৭ আগস্ট। সম্প্রতি ইনস্টাগ্রামে অনলাইন সাইবার বুলিং প্রতিরোধের উদ্দেশ্যে মিশন জোশের সঙ্গে মিলিত উদ্যোগে নির্মিত ‘#আব বাস’ নামের একটি ভার্চুয়াল ক্যাম্পেনের সঙ্গেও যুক্ত হন। প্রকাশ করেন একটি ভিডিও।  

অথচ এই  ভিডিওতেই দেখা যায়, গ্রেফতার হওয়া ওই অভিযুক্ত একাধিক অশালীন মন্তব্য করেন। শুধু সোনাক্ষী নন, আরো একাধিক তারকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন শশীকান্তসহ আরও কয়েকজন। এরপর অভিনেত্রী তার কমেন্ট সেকশন ওপেন করেন এবং একাধিকবার এই ধরনের মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ জানান।  

কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় অবশেষে ১৪ আগস্ট তিনি ও তার টিম মুম্বাই পুলিশের সাইবার সেলে অভিযোগ জানান। শুক্রবার (২১ আগস্ট) সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে ঔরাঙ্গাবাদ থেকে শশীকান্তকে গ্রেফতার করা হয়। একটি রেঁস্তোরার ম্যানেজার হিসেবে কাজ করেন অভিযুক্ত।  

এই ব্যাপারে যোগাযোগ করা হলে মুম্বাই পুলিশের সাইবার সেলের ডিসিপি রশ্মি কারান্ডিকার জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নারী সুরক্ষা এবং অনলাইনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুম্বাই পুলিশের সাইবার সেল সদা সজাগ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।