ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কৈশোরে হেনস্থার অভিজ্ঞতা ফাঁস করলেন প্যারিস হিলটন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
কৈশোরে হেনস্থার অভিজ্ঞতা ফাঁস করলেন প্যারিস হিলটন

আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব ও হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন সম্প্রতি তাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে নিজের কৈশোর জীবনে হেনস্থা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন।

তথ্যচিত্রে হিলটন জানিয়েছেন, কীভাবে তাকে রোজই হেনস্থা করা হতো স্কুলে।

জীবনে বিভিন্ন বোর্ডিং স্কুলে তিনি পড়াশোনা করেছেন। সেই তালিকায় শেষটি ছিল উটাহ প্রদেশের প্রোভো ক্যানিয়ন স্কুল। সেই স্কুলে ১১ মাস পড়েছিলেন প্যারিস হিলটন।  

হিলটন সেই বোর্ডিং স্কুলের অভিজ্ঞতা শেয়ার করেই বলেছেন, ‘আমার জীবনের সব থেকে খারাপ সময় কেটেছে এই স্কুলে। এখানে আমাকে নিয়ে সবাই যাচ্ছেতাই করত। আমাকে হেনস্থা করা হতো। স্কুল তো পড়াশোনা করার জন্য। কিন্তু সেখানে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস হতো কম, বরং আমার ওপর চিৎকার, মাঝে মাঝে শারীরিক অত্যাচারও চলতো। এটা একটা ক্রমাগত যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। ’

তিনি বলেন, ‘স্কুলের কর্মীরাও ছিলেন আশ্চর্য। আমাদের বাজে কথা বলতেন। আমাদের শারীরিকভাবে অত্যাচার করতেন। আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করতেন। ওদের অন্যায় কথাও যাতে আমরা শুনি তাই আমাদের ভয় পাইয়ে রাখতেন।  

পেজ সিক্স নামের সংবাদসংস্থাকে প্যারিস হিলটন আরও জানিয়েছেন, তার এই মারাত্মক অভিযোগের সমর্থনে তারই এক স্কুলের বন্ধু এগিয়ে আসবেন ভবিষ্যতে। তিনিও টেলিভিশনে মুখ খুলবেন বলে কথা দিয়েছেন।

৩৯ বছর বয়সী এই রিয়েলিটি তারকা বলেন, আমার এই সত্য আমি দীর্ঘকাল ঢেকে রেখেছিলাম। কিন্তু আমি যে শক্তিশালী নারী হয়ে উঠতে পেরেছি এজন্য আমি গর্বিত। লোকেরা মনে করতে পারে, আমার জীবনের সবকিছু সহজেই এসে গেছে। কিন্তু আমি পৃথিবীকে দেখাতে চাই, আমি আসলেই কে।

‘দিস ইজ প্যারিস’ নামের তথ্যচিত্রটি সেপ্টেম্বরের ১৪ তারিখে প্যারিস হিলটনের ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।