ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না: লিপিকা এন্ড্রু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না: লিপিকা এন্ড্রু

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না বলে দাবি করছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। এই শিল্পীকে নিয়ে নানা ধরনের মনগড়া মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লিপিকা এন্ড্রু।  

সেখানে তিনি লেখেন, 'ভেবেছিলাম আর কিছু লিখবো না। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখে না লিখে থাকতে পারলাম না। কিশোর বেঁচে থাকতে যারা কিছু বলার সাহস পায়নি, আজ তারা অবলীলায় যা ইচ্ছা তাই বলছে। যাদেরকে কিশোর স্নেহ করত বা শ্রদ্ধা করত, তারা কী সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে বা লিখেছে। আগের দিন কফিন বানাতে বলা, মায়ের পাশে সমাহিত হতে চাই, বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, মুক্তিযোদ্ধাদের গান শোনাত, ইত্যাদি ইত্যাদি। '

তিনি জানান, এন্ড্রু কিশোরকে নিয়ে ইউটিউবে ভুয়া খবরের ছড়াছড়ি। বিয়ে, ছেলে, মেয়ে, বাড়ি, গাড়ি, টাকা, সম্পত্তি নিয়ে মনগড়া গল্পের খবর আর ভিডিওর প্রতিযোগিতা চলছে বলেও জানান।

লিপিকা আরো লেখেন, 'খুব অবাক হয়েছি। মিথ্যা খবর বানিয়ে কার কী লাভ হচ্ছে ঠিক বুঝতে পারছি না। অর্থনৈতিকভাবে লাভবান নাকি সামাজিকভাবে লাভবান; ঠিক জানি না। ' 
এন্ড্রু কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না দাবি করে তিনি লেখেন, 'কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না। কিন্তু হঠাৎ করে একজন নিজেকে শিষ্য বলে প্রচার করতে লাগলো। কিশোর ফোন করে তাকে বকা দিয়েছিল এবং বলেছিল কথাটা না লিখতে, কিন্তু সে সেটা শোনেনি। কিশোর খুবই কষ্ট পেয়েছিল এবং অসন্তুষ্ট ছিল। সে নিজেকে শিষ্য পরিচয় দিয়ে প্রতিনিয়ত ইউটিউবে ভুয়া ভিডিও ক্লিপ আর খবর দিয়ে চলেছে। মানুষ জন এসব ভুয়া খবর কতটুকু বিশ্বাস করছে, সেটাও বোঝার উপায় নেই। '

লিপিকা আরো জানান, সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসা খরচ হয়েছিল মোট পৌনে ৩ কোটি টাকা। এ খরচের ২৪ শতাংশ বাংলাদেশ সরকার দিয়েছে, পরিবার ও আত্মীয়স্বজন থেকে ৩২ শতাংশ পাওয়া গেছে, আর বাকি ৪৪ শতাংশ দিয়েছিল দেশে ও বিদেশের এন্ড্রু কিশোরের অগণিত শিল্পী, ভক্ত, অনুরাগীরা। এজন্য তার (এন্ড্রু কিশোর) একটা বড় আত্মতৃপ্তি ছিল বলেও জানান তিনি।

সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানাতে চেয়েছিলেন এন্ড্রু কিশোর। কিন্তু সে ভাবনাগুলো ভাবনাই থেকে গেলো বলে উল্লেখ করেন লিপিকা।
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর গত ৬ জুলাই রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৫ জুলাই নিজ জন্ম স্থানেই তাকে সমাহিত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।