ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘টেনেট’ দেখতে সিনেমা হলে টম ক্রুজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
‘টেনেট’ দেখতে সিনেমা হলে টম ক্রুজ

সিনেমা হলে লোকজন যখন চিনে ফেলে তাদের প্রিয় অভিনেতাকে, টম ক্রুজ বলেন, ‘এটা কীভাবে সম্ভব? আমি তো মাস্ক পরে আছি। ’

সিনেমা হলগামী দর্শক-ভক্তদের একপ্রকার বিস্মিতই করে দিয়েছেন টম ক্রুজ।

‘মিশন: ইমপসিবল ৭’ শ্যুটিংয়ের জন্য তিনি এখন লন্ডনে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সবেমাত্র সিনেমা হল খুলেছে। নতুন স্বাভাবিক পরিস্থিতিতে প্রথম মুক্তিপ্রাপ্ত আলোচিত হলিউড সিনেমা ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ দেখতেই সিনেমা হলে ছুটে গেছেন টম।  

টম ক্রুজ তার এ সিনেমা দেখার অভিজ্ঞতা সংক্ষিপ্ত একটি ভিডিওতে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। টুইটারে ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘বড় সিনেমা। বড় পর্দায়। ভালো লেগেছে। ’

ভিডিওতে দেখা যায়, আপাদমস্তক কালো পোশাকে ও কালো একটি মাস্ক মুখে টম ক্রুজ যাচ্ছেন সিনেমা হলে। হলে গিয়ে তিনি বলেন, আমরা আবারও সিনেমায় ফিরলাম। এরপর প্রেক্ষাগৃহে আসনে বসে ‘টেনেট’ দেখেন টম। সিনেমাটি দেখে অন্যান্য দর্শকের মতো তিনিও উচ্ছ্বাস প্রকাশ করে হাতে তালি দেন। সবশেষে একজন তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি এটা উপভোগ করেছেন?’ তার এককথায় উত্তর, ‘ভালো লেগেছে’।

ক্রিস্টোফার নোলান নির্মিত ‘টেনেট’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। তার সহযোগী চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, মাইকেল কেইন, কেনেথ ব্রানাহ এবং বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়া। সিনেমাটির কিছু অংশ ভারতেও শ্যুটিং হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে মুম্বাইয়ে শ্যুটিং করার সময় ক্রিস্টোফার নোলান ও জন ডেভিড ওয়াশিংটনের সঙ্গে ডিম্পল কাপাড়িয়ার ছবি সামাজিকমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল।  

গত জুলাই মাসে ‘টেনেট’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২৬ আগস্ট বিশ্বের ৭০টি দেশে মুক্তি দেওয়া হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া। সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের কিছু শহরে সিনেমা হল খুললে সেখানেও মুক্তি দেওয়া হবে।  

এদিকে লন্ডনে ‘মিশন: ইমপসিবল ৭’র শ্যুটিং চলছে, অন্যদিকে টম ক্রুজের পরবর্তী আকর্ষণ ‘টপ গান: মেভরিক’ মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।