ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পঞ্চম বর্ষে রেডিও আম্বার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
পঞ্চম বর্ষে রেডিও আম্বার

পঞ্চম বর্ষে পদার্পণ করেছে দেশের প্রথম ক্লাসিফাইড এফএম রেডিও আম্বার ১০২.৪। হারানো দিনের কালজয়ী আধুনিক বাংলা গানকে শ্রোতাদের নাগালে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে গুনে গুনে চারটি বছর পার করেছে এই এফএম রেডিওটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশান নাভানা টাওয়ারে অবস্থিত রেডিওটির কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা হয়।

সে সময় উপস্থিত ছিলেন- রেডিও ঢাকাএফএম-এর ডিরেক্টর (টেকনিক্যাল) এম আনিসুজ্জামান, সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মজিবুর রহমান, রেডিও আম্বারের স্টেশন ইনচার্জ মো. গোলাম কিবরিয়া সরকার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) সাব্রিনা আক্তার, নিউজবাংলাদেশ.কম-এর হেড অব নিউজ (ইনচার্জ) আসাদুল হক খোকন, অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর (ইংরেজি) এম মহবুব আলম।

সংশ্লিষ্টরা জানান, বাংলা সাহিত্য ও সংস্কৃতির পরিশীলিত ও নান্দনিক দিক উপস্থাপনে রেডিও আম্বার বদ্ধ পরিকর। হারানো দিনের কালজয়ী আধুনিক বাংলা গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, বাংলা ব্যান্ড এবং লোকগানকে ধারণ করছে রেডিওটি। এছাড়া বাচিকশিল্প, আবৃত্তি, পাঠাভিনয়, পত্রপাঠ ও পুঁথিসাহিত্যকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে নিজ উদ্যোগে বাংলা সাহিত্য পঠন এবং গবেষণায় মনোযোগ দেওয়া হচ্ছে।

রেডিও আম্বারের যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল হাকিম।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।