ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাগাতার হুমকির মুখে কঙ্গনার জন্য নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
লাগাতার হুমকির মুখে কঙ্গনার জন্য নিরাপত্তা জোরদার

মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলা এবং মুম্বাই পুলিশের প্রতি অনাস্থা জ্ঞাপন করার পর থেকেই কঙ্গনা রনৌতের ওপর চরম ক্ষেপেছে মহারাষ্ট্রের শিবসেনা সরকার। শিবসেনার ক্রমাগত হুমকির মুখে অবশেষে কঙ্গনার জন্য ‘ওয়াই’ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন বলিউডের ‘কুইন’। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থায় ১১ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী একজন ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সুরক্ষা প্রদান করেন। এদের মধ্যে ১ বা ২ জন কমান্ডো অন্তর্ভুক্ত থাকেন।

ঘটনার সূত্রপাত কঙ্গনার একটি টুইট থেকে। যেখানে কঙ্গনা রনৌত জানিয়েছিলেন, মুম্বাই পুলিশের থেকে তিনি নিরাপত্তা চান না। হয় হিমাচল প্রদেশ, নয়তো কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় মানালি থেকে মুম্বাই ফিরতে চান তিনি। এরপরই কঙ্গনার বিরুদ্ধে সরব হন শিব সেনা নেতা সঞ্জয় রাউত। তাকে মুম্বাইয়ে না ফেরার হুমকি দেন তিনি।  

পাল্টা জবাবে কঙ্গনা রনৌত মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। এরই প্রতিবাদে সামাজিকমাধ্যমে অনেকে সরব হন। সঞ্জয় রাউতও একের পর এক হুমকি ও মন্তব্য করতে থাকেন। কঙ্গনার ছবিতে জুতাপেটা করে ও ছিড়ে ফেলে শিব সেনার নারী কর্মীরা। তবে দমবার পাত্রী নন কঙ্গনাও। টুইটারে তিনি ঘোষণা দেন, ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে ফিরবেন তিনি। কারও কিছু করার থাকলে যেন করে নেয়।

এমন পরিস্থিতিতেই সোমবার (৭ সেপ্টেম্বর) কঙ্গনার জন্য কেন্দ্রীয় সরকারের ‘ওয়াই’ ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করার খবর প্রকাশ্যে আসে। এখবর টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘এটা প্রমাণ হলো যে, কোনও ফ্যাসিবাদী শক্তি আর দেশভক্তের কণ্ঠরোধ করতে পারবে না। আমি অমিত শাহর প্রতি কৃতজ্ঞ। তিনি চাইলে আমাকে কিছুদিন পর মুম্বাই যাওয়ার পরামর্শ দিতে পারতেন, কিন্তু তিনি দেশকন্যাকে বাঁচিয়ে মান রাখলেন। আমাদের স্বাভিমান ও আত্মসম্মান রক্ষা করলেন। ’

আরও পড়ুন: মুম্বাই ফিরছি, কারও বাপের ক্ষমতা থাকলে আটকে দেখাক: কঙ্গনা রনৌত

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।