ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৭ বছরে ৭ দিন করে রশিদ আমার জন্মদিন উদযাপন করেছে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
৭ বছরে ৭ দিন করে রশিদ আমার জন্মদিন উদযাপন করেছে নুসরাত ফারিয়া ও রনি রিয়াদ রশিদ

চলতি বছরের মার্চে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বন্ধু রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছেন। আগামী বছরের জানুয়ারিতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাদের।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নুসরাত ফারিয়ার জন্মদিন। রশিদের সঙ্গে পরিচয় হাওয়ার পর থেকে গত ৭ বছরে টানা ৭ দিনব্যাপী ফারিয়ার জন্মদিন উদযাপন করে আসছেন রশিদ। তবে এবার করোনার পরিস্থিতির কারণে অনেক পরিকল্পনা থাকা সত্ত্বেও আগের মতো আয়োজন করে হবু বর তার জন্মদিন উদযাপন করতে পারছেন না। কিন্তু প্রিয়জনের কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন বলে জানিয়েছেন এই তারকা।

এদিন দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে ফারিয়া জানান, ময়মনসিংহ থেকে ঢাকা ফিরছেন তিনি। ঢাকায় ফিরেই রশিদের সঙ্গে দেখা হবে তার। এর আগে হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।

এবার হবু বরের কাছ থেকে বিশেষ উপহার কী পেলেন? ফারিয়া বলেন, 'গত সাত বছর ধরে রশিদকে আমার জন্মদিনে আমার চেয়েও বেশি সিরিয়ার দেখেছি। ৭ দিন ধরে আমার জন্মদিন উদযাপন করছে সে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে বিশেষভাবে কিছু করতে পারছে না, তবে উপহার দিতে একদমই ভুল করেনি।  

তিনি জানান, তার পাথরের আংটি খুব পছন্দের। নানা ধরের আংটি তার সংগ্রহে রয়েছে। তার হবু বর বিষয়টি খুব ভালোভাবে জানেন। এবারের  জন্মদিনে ফারিয়া তার পছন্দের হলুদ নীলকান্তমণি আংটি প্রিয় মানুষটির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন।

ফারিয়ার ভাষ্যে, এমনিতেই নানা সময় তার কাছ থেকে অনেক কিছু উপহার পাই। তবে এবার জন্মদিনে সে আমাকে আমার খুব পছন্দের আংটি উপহার দিয়েছে। আমি অনেক আনন্দিত।

মহামারি পরিস্থিতিতে বিরতি কাটিয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন ফারিয়া। তবে এখনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি। আগামী অক্টোবর থেকে ‘যদি...কিন্তু...তবুও’ সিনেমার শুটিং দিয়ে আবারো বড় পর্দার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।  

২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত মার্চে। বর্তমানে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’সহ মোট ৫টি সিনেমায় রয়েছে তার হাতে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।