ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমার আয়ুতে তুই আয়ুষ্মান হ’, ছেলের জন্মদিনে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
‘আমার আয়ুতে তুই আয়ুষ্মান হ’, ছেলের জন্মদিনে চঞ্চল চৌধুরী

ছোটপর্দার তুখোড় অভিনেতা চঞ্চল চৌধুরী বড়পর্দাতেও তার অসামান্য মেধার স্বাক্ষর রেখেছেন। নন্দিত এ অভিনেতা তার ছেলে শুদ্ধ’র জন্মদিনে আবেগী এক শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন সবার সঙ্গে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আয়নাবাজি’খ্যাত অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছেলে শুদ্ধ’র ছবি শেয়ার করে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান। তবে তা শুধু শুভেচ্ছা বার্তায় সীমাবদ্ধ থাকেনি, বরং পিতৃবৎসল প্রেম, আবেগ আর আশীর্বাদে ছুঁয়ে গেছে অভিনেতার ভক্তদের মনও।

চঞ্চল চৌধুরী লেখেন, ‘শুভ জন্মদিন বাপ। তোকে নিয়েই আমার সকল স্বপ্ন, সকল শংকা, সকল ভবিষ্যত রে বাপধন। ’ 

করোনাকালে গৃহবন্দি থাকার সুবাদে পিতা-পুত্রের মধুর সম্পর্ক আরও গাঢ় হয়েছে অভিনেতার। সন্তানের প্রতি প্রেম উথলে উঠেছে তার লেখনীতে। তিনি লেখেন, ‘পিতৃস্নেহে অন্ধ’ কথাটা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারি। তোর জন্মের পর থেকে এত বছর পর্যন্ত, একসাথে একটানা এতদিন একাত্মা হয়ে অহর্নিশ মিশে থাকা হয়নি, যে সুযোগটা করোনা করে দিয়েছে। আমার আয়ূতে তুই আয়ূষ্মান হ বাবা। ’ 

এরপর পিতা-পুত্রের সম্পর্কের রসায়ন নিয়ে ‘মনপুরা’ অভিনেতা বলেন, ‘তুই সত্যিই ভাগ্যবান রে বাপ। জন্মের পর থেকে তুই শুধু আমাকে বাবা হিসেবে নয়, পেয়েছিস বন্ধু হিসেবে, যা আমরা পাইনি। যখন আমরা আমাদের বাবাকে বন্ধু হিসেবে পেলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। আনন্দ-আবদারের চেয়ে আমাদের বাবার সুস্থতা নিয়েই তখন উদ্বিগ্ন থাকতে হয় বেশি। এই তো পিতা-পুত্রের দায়। এই ঋণ শোধ হবার নয় রে বাপ। ’ 

ছেলে শুদ্ধকে আশীর্বাদ করে সবশেষে চঞ্চল চৌধুরী লেখেন, ‘বিশেষ কোন চাওয়া-পাওয়া নিয়ে কোনো গণ্ডিতে আটকাবো না তোকে কোনোদিন। তোর কানে কানে শুধু একটা কথাই বলবো, ‘একজন ভালো মানুষ হ বাবা’। মানুষের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি যেন তোর দায় আর ভালোবাসাটুকু থাকে আমৃত্যু। তোর জন্য সুন্দর আর সুস্থ জীবন কামনা করি বাপ। শুভ জন্মদিন আমার পরান পাখিটা। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।