ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাদেক বাচ্চু করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
সাদেক বাচ্চু করোনা আক্রান্ত

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু গত ৬ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেন, সাদেক বাচ্চু ভাইয়ের করোনা পজিটিভ এসেছে। তাঁর চিকিৎসা চলছে। সবার কাছে তাঁর জন্য দোয়া চাইছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

এর আগে সাদেক বাচ্চুকে হাসপাতালে নেওয়ার পর তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। পরীক্ষার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আগের চেয়ে তাঁর শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে বলেও জানা যায়।

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চে, বেতারে, টিভিতে, সিনেমায়, সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চু’র। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।