ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কঙ্গনা প্রসঙ্গে নীরব থাকায় অক্ষয়কে শিব সেনার আক্রমণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
কঙ্গনা প্রসঙ্গে নীরব থাকায় অক্ষয়কে শিব সেনার আক্রমণ

বলিউড ও মুম্বাইয়ের রাজনীতিতে এখন প্রধান আলোচ্য কঙ্গনা ইস্যু। রোববার (১৩ সেপ্টেম্বর) একদিকে মুম্বাইয়ের রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করলেন বলিউডের ‘কুইন’, অন্যদিকে সুদূর ব্রিটেনে থেকেও কঙ্গনা বনাম শিব সেনার লড়াইয়ের আঁচ থেকে রেহাই পেলেন না অক্ষয় কুমার।

 

এবার বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের নাম উল্লেখ করে গোটা বলিউডকেই আক্রমণ করলেন শিব সেনার নেতা সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তুলেছেন, মুম্বাই কি শুধু টাকা রোজগারের জন্যই?

শিব সেনার মুখপত্র ‘সামনা’য় একটি নিবন্ধে অক্ষয়কে একহাত নিয়েছেন সঞ্জয় রাউত। তিনি লিখেছেন, কঙ্গনা রনৌত যখন মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন তখন অক্ষয় কুমারের মতো তারকারা চুপ কেন? তাদের কি মুম্বাইয়ের প্রতি কোনও কর্তব্যই নেই? মুম্বাই শহর কি শুধুমাত্র টাকা রোজগারের স্থান? অক্ষয় কুমারসহ গোটা বলিউডকে মহাভারতের পাণ্ডবদের সঙ্গেও তুলনা করেছেন সঞ্জয় রাউত। তার মতে, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় পাণ্ডবরা যেভাবে চুপ ছিলেন এখন বলিউডও সেভাবে নীরব।

এদিন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে রাজভবনে যান ‘মণিকর্ণিকা’খ্যাত তারকা কঙ্গনা। সঙ্গে রয়েছেন তার দিদি রঙ্গোলি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিজের অফিস ভাঙা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। শিব সেনা সরকারের নেতৃত্বাধীন মুম্বাই পুলিশ যে তার বিরুদ্ধে মাদক যোগের তদন্ত করতে চলেছে, তা নিয়েও কথা বলছেন।  

মূলত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তার দল শিব সেনার বিরুদ্ধে নালিশ জানাতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তাতে অবশ্য ঘাবড়াচ্ছেন না মুখ্যমন্ত্রী। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উদ্ধব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক, সমস্ত রাজনৈতিক ঝড় সামলাতে তিনি প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।