ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পর্দার খলনায়ক থেকে বাস্তবের নায়ক সোনু সুদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
পর্দার খলনায়ক থেকে বাস্তবের নায়ক সোনু সুদ

করোনা মহামারির মধ্যে বিনোদন জগতের অনেক তারকাই এগিয়ে এসেছেন আর্ত মানুষের সেবায়। তবে সব তারকার মধ্যে সবচেয়ে জ্বলজ্বল করে যে তারকার নাম বারবার উঠে এসেছে, তিনি হলেন বলিউড অভিনেতা সোনু সুদ।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিকেই যখন ভারতব্যাপী লকডাউন ঘোষণা করা হলো, তখন ভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ভিনদেশে আটকে পড়া মানুষকে নানাভাবে সাহায্য করেছেন সোনু সুদ। তখন থেকেই সংবাদ শিরোনামে তিনি। দিনের পর দিন বিভিন্নভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সর্বহারাদের মুখে হাসি ফুটিয়েছেন। তাকে একটা টুইট করেই পালটে গেছে অনেকের জীবন। তার টুইটার একাউন্টে ঢুকলেই দেখা যায় এরকম অজস্র ঘটনার নমুনা। এত এত মানুষকে সহায়তার নজির এবং এত এত মানুষের ভালোবাসার নিদর্শনে ভরে আছে তার টুইটার।

এককথায় অসহায়দের কাছে ‘দেবতার দূত’ হয়ে এই সংকটকালে ধরা দিয়েছেন সোনু। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শয়ে শয়ে মানুষকে সাহায্য করার জন্য এত অর্থ তিনি কোথা থেকে পাচ্ছেন?

সোনু সুদ কখনও শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন, আবার কখনও বাসের। কখনও অ্যাপ বানিয়ে কর্মসংস্থানের সন্ধান দিয়েছেন, আবার কখনও গরিব পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ার বন্দোবস্ত করেছেন। সবশেষ ১২ সেপ্টেম্বর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তির ঘোষণা করেছেন এই তারকা। লকডাউনে তার অবদান বলে শেষ করাই কঠিন।  

রিল লাইফের খলনায়কের এমন মানবিক রূপ মন ছুঁয়েছে গোটা দেশের। তাই তো ভালোবেসে কেউ নিজের সেলুনের নাম, কেউ তার ওয়েল্ডিং শপের নাম কিংবা কেউ নিজের সন্তানের নাম রেখেচেন সোনু সুদের নামে।  

কিন্তু বাস্তব ছবিটা হলো, এত মানুষকে সাহায্যের জন্য মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে সোনু কীভাবে পুরো বিষয়টা সামলালেন? কারণ কোনও স্পনসরের সঙ্গে সোনু এ কাজের জন্য হাত মিলিয়েছেন, তেমনটাও শোনা যায়নি। বরং বন্ধুদের সঙ্গে নিয়েই একটা দল হিসেবে কাজ করছেন তিনি।

জানা গেছে, সমস্ত ব্যবস্থা নিজের সঞ্চিত অর্থ থেকেই নাকি করেছেন অভিনেতা। সিনেমা জগতে প্রায় ২১ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। বলিউডের পাশাপাশি প্রচুর দক্ষিণী সিনেমায় কাজ করেছেন। ইন্ডাস্ট্রির অন্যতম দামি অভিনেতা তিনি। সিনেমার পাশাপাশি তিনি একাধিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরও। ফলে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৩০ কোটি রুপির মালিক সোনু সুদ। নিজের এই সঞ্চিত অর্থই নানা সমাজসেবামূলক কাজে লাগাচ্ছেন তিনি। এ ব্যাপারে পাশে পেয়েছেন পরিবার ও বন্ধুদেরও। যদিও এ বিষয়ে নিজে থেকে কিছু জানাননি সোনু।  

বলিউডে সোনু সুদের চেয়ে ধনী তারকা-মহাতারকার সংখ্যা অনেক। অনেকেই করোনাকালে বিভিন্নভাবে ত্রাণ সহায়তা দিয়েছেন। কিন্তু বার বার দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যে হৃদয়বত্তার পরিচয় দিচ্ছেন সোনু, তার প্রশংসা করতে সবাই বাধ্য। করোনা সঙ্কটকালে বড় পর্দার খলনায়ক হয়ে উঠেছেন বাস্তব জগতের নন্দিত নায়ক।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।