ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রয়াত তামিল অভিনেতা ফ্লোরেন্ট সি পেরেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
প্রয়াত তামিল অভিনেতা ফ্লোরেন্ট সি পেরেরা ফ্লোরেন্ট সি পেরেরা

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় তামিল অভিনেতা ফ্লোরেন্ট সি পেরেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চেন্নাইয়ের রাজিব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

পেরেরার মৃত্যুতে তালিম সিনেমাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন এবং সিনেমায় তার অবদানের কথা প্রাণ-ভরে স্মরণ করছেন।  

তামিল চলচ্চিত্রকার সিনু রামাসামী তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন। সেখানে লেখেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, পেরেরা আর নেই। ’ এ পরিচালকের পরিচালনায় ‘আইডম পোরুল ইয়াভেল’ নামের সিনেমায় কাজ করেছেন পেরেরা। এছাড়া আরও বেশ কয়েকজন নির্মাতা তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

২০০৩ সালে ‘পুধিয়া গিতাই’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু করেন ফ্লোরেন্ট সি পেরেরা। এরপর পরিচালক প্রভু সলোমনের ‘কয়াল’ সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন। পরবর্তীতে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।

সিনেমার পাশাপাশি টিভি অভিনেতা হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে ফ্লোরেন্ট সি পেরেরার।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।