ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আত্মহত্যা করেছেন জাপানিজ অভিনেত্রী আশিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
আত্মহত্যা করেছেন জাপানিজ অভিনেত্রী আশিনা! শেই আশিনা

জাপানের টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শেই আশিনা (৩৬) মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিওতে তার নিজের অ্যাপার্টমেন্টে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় তাকে পায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।  

শেই আশিনার এজেন্সি ও টোকিও পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কেনো এই তরুণ অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয় কোনো তথ্য জানানো হয়নি।

১৯৮৩ সালে জাপানের ফুকুশিমায় আশিনের জন্ম। টিনএজার থাকতেই তিনি সেখান থেকে টোকিও চলে যান। এরপর ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেছেন। বহু টিভি সিরিজ ও সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।  

২০০২ সালে 'দ্য টেইল অব হ্যাপিনেস'র মাধ্যমে আশিনের অভিনয়ে অভিষেক ঘটে। ২০১১ সালে আমেরিকান টিভি সিরিজ 'রিভেঞ্জ'র মাধ্যমে ভয়েস এক্টিংয়ে অভিষেক ঘটে তাঁর। এতে তিনি কেন্দ্রীয় এমিলি থ্রোরন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। এছাড়া অতি সম্প্রতি তাকে টিভি সিরিজ 'থিসিউস নো ফুনে' ও জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'এই হোকাই'তে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।