ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার রথীন্দ্রনাথ রায়ের ‘আগুনের জুতো’র রক-ভার্সন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
এবার রথীন্দ্রনাথ রায়ের ‘আগুনের জুতো’র রক-ভার্সন রথীন্দ্রনাথ রায়

ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠসৈনিক রথীন্দ্রনাথ রায়’র কণ্ঠে ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’ শিরোনামের একটি গান প্রকাশিত হয় গত জুলাই মাসে। জীবনমুখী গানের গীতিকার, সুরকার ও শিল্পী আমিরুল মোমেনীন মানিকের কথায় গানটির সুরারোপ করেছিলেন সুফি হাবিব মোস্তফা।

সংগীতায়োজনে অণু মোস্তাফিজ।  

সম্প্রতি গানটির রক ভার্সন প্রকাশিত হয়েছে। এই ভার্সনে শিরোনাম ঠিক করা হয়েছে ‘আগুনের জুতো’।

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়ের দরাজ কণ্ঠ মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তুলে। তাঁর গান শুনলে রক্তে আগুন জলে, চেতনার মশাল উন্নত শিরে দাঁড়িয়ে থাকে শত ঝঞ্জায়। তাঁর মতো কিংবদন্তির কণ্ঠে আমার সুরে একটি গান গীত হয়েছে ভাবতে ভীষণ ভালো লাগছে। এ বছরের জুলাই মাসে গানটি প্রকাশের পর সমঝদার শ্রোতাদের কেউ কেউ গানটির রক-ভার্সন করার অনুরোধ করেন। শ্রোতাদের চাওয়ার প্রতি সম্মান রেখে গানটি পুনরায় তৈরী করেছি। আশা করি, গানটি শ্রোতাদের গ্রহণ করবেন।

মানিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।