ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে 'বাহুবলী'র নায়িকা তামান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে 'বাহুবলী'র নায়িকা তামান্না তামান্না

বলিউড ও ভারতের দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে 'বাহুবলী'খ্যাত এই তারকাকে।

কয়েক মাস আগে তার বাবা-মাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।  

তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।  

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।