ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত নির্মাতা মোস্তফা কামাল রাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
করোনা আক্রান্ত নির্মাতা মোস্তফা কামাল রাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

শনিবার (১০ অক্টোবর) রাজ নিজেই ফেসবুকে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।  

রাজ লেখেন, আমার কোভিড-১৯ পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন।

বেশ কিছুদিন ধরেই মোস্তফা কামাল রাজ অসুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ হওয়ার কথাটি তিনি আগেই জানিয়েছেন।

এদিকে, গত সপ্তাহে তাহসান খান ও তানজিন তিশাকে নিয়ে মোস্তফা কামাল রাজ শুটিং শুরু করেন ‘মানি মেশিন’নামে একটি ওয়েব সিরিজের। হঠাৎ করে তিশা শুটিং থেকে বিরতি নিয়ে জানান তিনি করোনা আক্রান্ত। এরপর তাহসানও আক্রান্ত হাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। শনিবার সিরিজটি পরিচালক রাজ জানালেন, তিনিও কোভিড-১৯ পজিটিভ। 'মানি মেশিন'র শুটিংয়ে তাহসান, রাজ ও তিশা

এক শুটিং ইউনিট থেকে পরপর তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি এর আগে দেখা যায়নি।  

টেলিভিশন নাটকের মাধ্যমে রাজের পথচলা শুরু। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। তার পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’তুমুল জনপ্রিয়।

নাটক নির্মাণের পাশাপাশি রাজ ‘প্রজাপতি’ সিনেমা নির্মাণ করেন ২০১১ সালে। এতে অভিনয় করেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম প্রমুখ। সিনেমাটি তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এরপর ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ও 'যদি একদিন' সিনেমা নির্মাণ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।