ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনায় অনাড়ম্বর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
করোনায় অনাড়ম্বর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস বিলবোর্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পোস্ট ম্যালোন, বিলি ইলিশ ও লিজো

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২০ ঘোষণার দিনক্ষণ এবছরের এপ্রিলেই নির্ধারিত ছিল। কিন্তু করোনা মহামারির কারণে স্থগিত হয় সেই অনুষ্ঠান।

বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক দর্শকশূন্য ডলবি থিয়েটারে বিলবোর্ড অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। এই সংক্ষিপ্ত আয়োজনে হাতে গোনা আমন্ত্রিত শিল্পীরাই কেবল উপস্থিত ছিলেন। তিন ঘণ্টার এই জমকালো শো’টি যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়।

এবার বিলবোর্ড অ্যাওয়ার্ডের জন্য সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পান আমেরিকান সংগীতশিল্পী পোস্ট ম্যালোন। সেখান থেকে নয়টি সম্মাননা অর্জন করে নেন এই জনপ্রিয় গায়ক, র‌্যাপার ও গীতিকার। সেরা পুরুষ গায়ক হিসেবে ঘোষিত ম্যালোন এবছরে সবচেয়ে সফল সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন।

ম্যালোনের পরেই আছে বিলি ইলিশের নাম। সেরা নারী সংগীতশিল্পীর পুরস্কারের পাশাপাশি এবার বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের মধ্যে শীর্ষস্থানীয় হিসেবেও স্বীকৃতি লাভ করেন ১৮ বছর বয়সী এই গায়িকা।  

আর কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনের প্রভাব এসে পড়েছে বিলবোর্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেও।  

এদিন পুরস্কারজয়ী বিলি ইলিশ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সবাইকে মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান। সেসঙ্গে মাস্ক পরার ও হাত ধোয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।  

সংগীতশিল্পী লিজো ‘ভোট’ লেখা ছাপানো একটি কালো পোশাকে উপস্থিত হন মঞ্চে। র‌্যাপার-এক্টিভিস্ট কিলার মাইককে প্রদান করা হয় চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড।  

অনুষ্ঠানটিতে প্রখ্যাত সংগীতশিল্পী জন লিজেন্ড তার স্ত্রীকে উৎসর্গ করে একটি মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন যা ছুঁয়ে যায় সবার হৃদয়কে। গানটির জন্য উপস্থিত শিল্পী ও অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হন লিজেন্ড।  

গত সপ্তাহেই প্রয়াত রকব্যান্ডের কিংবদন্তি গিটারিস্ট এডি ভ্যান হ্যালেনকে অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয়। ২০১৫ সালের বিলবোর্ডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হ্যালেনের পরিবেশনা আবারও প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।