ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আব্দুল আলীমের গান হাবিব মোস্তফার কণ্ঠে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আব্দুল আলীমের গান হাবিব মোস্তফার কণ্ঠে হাবিব মোস্তফা

এবার নিজ কণ্ঠে গান নিয়ে গান হলেন গীতিকবি ও সুরকার হাবিব মোস্তফা। গানটি লোকগানের কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের গাওয়া।

শিরোনাম ‘দুয়ারে আইসাছে পালকি’। গানটির গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

এই গান সম্পর্কে হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় আব্দুল আলীম স্যার বাংলা লোকগানের মুকুটবিহীন সম্রাট। তার গান গাওয়ার চেষ্টা একপ্রকার দু:সাহসই। আমার কাছে তিনি লৌকিক বাংলার অলৌকিক শিল্পী। তার কণ্ঠের অসংখ্য কালজয়ী গানের মধ্য থেকে ‘দুয়ারে আইসাছে পালকী’ গভীর আধ্যাত্মিক চেতনার, যা প্রত্যেক মানুষের মনে ভীষণভাবে মৃত্যুভাবনা জাগিয়ে তোলে। গানটির কথা ও সুরের অন্তর্নিহিত ভাবের প্রতি সতর্ক দৃষ্টি রেখে নতুন সংগীতায়োজনে গেয়েছি। এ প্রজন্মের শ্রোতাদের কাছে আব্দুল আলীমের নাম জাগ্রত রাখার প্রয়াসেই আমার কণ্ঠে এই গান।  

আব্দুল আলীমের সদ্যপ্রয়াত সহধর্মিনী জমিলা আলীমকে উৎসর্গ করে জেজেআর মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।