ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দীপাবলিতে ভজন গেয়ে ভাইরাল মার্কিন গায়িকা মেরি মেলবিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
দীপাবলিতে ভজন গেয়ে ভাইরাল মার্কিন গায়িকা মেরি মেলবিন

করোনার মধ্যেও বিশেষ আবেদন নিয়ে আলোর উৎসব দীপাবলিতে উপমহাদেশে সাজ সাজ রব। দীপাবলির আলোয় যাতে সমস্ত অন্ধকার কেটে গিয়ে জীবনের নতুন দিশা দেখা যায়, করোনাকালে এবার সেই প্রার্থনাই করছে সবাই।

 

দীপাবলির আলোর জ্যোতি মুছে ফেলুক সমস্ত অন্ধকারকে। এ প্রার্থনা শুধু ভারতীয় উপমহাদেশে নয়, ছড়িয়ে পড়েছে বিদেশভূমিতেও।  

দীপাবলির আলোর উৎসবের সঙ্গে ভজন সংগীত যেন অন্যরকম গাম্ভীর্য এনে দেয়। তবে এবার মার্কিন গায়িকা মেরি মেলবিন বড় ধরনের বিস্ময় উপহার দিয়েছেন।  

দীপাবলি উপলক্ষে বহুল জনপ্রিয় ভজন ‘ওম জয় জগদীশ হরে’ গেয়েছেন মেরি মেলবিন। একেবারে সনাতনী পোশাক-সজ্জা ও ভাবগাম্ভীর্য বজায় রেখেছেন গায়িকা। উচ্চারণ হয়ত ভারতীয়দের মতো হলো না, কিন্তু তার আবেগ ও সুরেলা কণ্ঠ মন ছুঁয়ে গেছে সবার।

মেরি মিলবিনের ওই গান ইউটিউবে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও মেরি ওই গান শেয়ার করেন। স্বাভাবিকভাবেই এবার দীপাবলিতে নতুন একটি মাত্রা যোগ করলেন তিনি।

৩৮ বছরের মেরি মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়। আমেরিকার তিন প্রেসিডেন্ট ডর্জ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য পারফর্ম করেছেন তিনি। জনপ্রিয় স্পোর্টস ইভেন্টেও হাজার হাজার দর্শকের মন জয় করেছেন এ ব্রডওয়ে শিল্পী। ভারতীয় সংস্কৃতির প্রতি মেরির অনুরাগ তৈরি হয় হিন্দি শিখতে গিয়ে। নিজের হিন্দি শিক্ষকের থেকেই ভারত ও তার ঐতিহ্যের কথা জানতে পারেন মার্কিন গায়িকা।  

এদিকে একইদিনে একই শিরোনামে অর্থাৎ ‘ওম জয় জগদীশ হরে’ ভজন গানটির নতুন একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। গানটি প্রকাশের এক দিনের মধ্যেই এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।