ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এমি অ্যাওয়ার্ডস পেলো ‘দিল্লি ক্রাইম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এমি অ্যাওয়ার্ডস পেলো ‘দিল্লি ক্রাইম’ 'দিল্লি ক্রাইম'-এর একটি দৃশ্য

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সাফল্য পেলো ভারত। এর ৪৮তম আসরে বেস্ট ড্রামা সিরিজ হিসেবে পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’।

এছাড়া ভারত থেকে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘মেড ইন হেভেন’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অর্জুন মাথুর। কিন্তু চূড়ান্ত পর্যায় পুরষ্কার পেয়েছেন বিলি ব্যারাট। ‘রেসপন্সিবল চাইল্ড’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই পুরষ্কার অর্জন করেন।

বেস্ট কমেডি সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল প্রাইম ভিডিওর ‘ফোর মোর শটস প্লিজ’। এটি পুরস্কার পায়নি। গত বছর ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলেন রাধিকা আপ্তে।  

২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে প্যারামেডিক্যাল ছাত্রীকে রোমহর্ষক গণধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয় ‘দিল্লি ক্রাইম’। সেই ঘটনাকেই যথাসম্ভব কাটছাঁট না করে দর্শকদের জন্য তুলে ধরা হয়েছে সিরিজটিতে।  

ভারত তোলপাড় করা সেই ঘটনায় দোষীরা চলতি বছরে ফাঁসির সাজাও পায়।

রিচি মেহতা পরিচালিত ‘দিল্লি ক্রাইম’-এ ডেপুটি পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ।  

মহামারি করোনার কারণে এবার ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসও আয়োজন করা হয় ভার্চ্যুয়ালি। অভিনেতা রিচার্ড কাইন্ডের উপস্থাপনায় এই প্রথম নিউইয়র্কে এই পুরস্কারের অনুষ্ঠান দর্শক শূন্য।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।