ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে সুজাতাকে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে সুজাতাকে সুজাতা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দেশীয় সিনেমার প্রথিতযশা অভিনেত্রী সুজাতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে।

অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার রাতেই আইসিইউতে নেওয়া হয় সুজাতাকে।

হাসপাতালে সুজাতার দেখভালের দায়িত্বে রয়েছেন চিত্র সম্পাদক আবু মুসা দেবু। তিনি বলেন, মঙ্গলবার বাসায় অবস্থা গুরুতর হলে সুজাতা ম্যাডামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তাকে আইসিইউতে রাখেন চিকিৎকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে অবস্থার একটু উন্নতি হলে ডাক্তাররা তাকে কেবিনে স্থানান্তর করেন। এখন কিছুটা উন্নতির দিকে।

ষাটের দশকে দেশীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। শুরুতে তার নাম ছিল তন্দ্রা মজুমদার। ধারাপাতের পরিচালক তার নাম পরির্তন করে রাখেন সুজাতা। বর্তমানে তিনি সুজাতা নামেই পরিচিত।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।