ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ জয়ী যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ জয়ী যারা ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’ পোস্টার

দেশের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়।

 

২০১৯ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যৌথভাবে পেয়েছে মাহবুব উর রহমানের ‘ন ডরাই’’ ও ফরিদুর রেজা সাগরের ‘ফাগুন হাওয়ায়’।

শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান (আবার বসন্ত) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল (ন ডরাই)।  

আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা।

এছাড়াও যারা এ সম্মানজনক পুরস্কার পেলেন তারা হলেন-

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক - তানিম রহমান অংশু (ন ডরাই)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - নারগিস আক্তার (মায়া দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ খল অভিনেতা - জাহিদ হাসান (সাপলুডু)
শ্রেষ্ঠ শিশু শিল্পী - নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা) ও আফরীন আক্তার (যদি এক দিন)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক - মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (মায়া দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)
শ্রেষ্ঠ গায়ক - মৃণাল কান্তি দাস [তুমি চাইয়া দেখো...] (শাটল ট্রেল)
শ্রেষ্ঠ গায়িকা - মমতাজ বেগম [বাড়ির ওই পূর্বধারে...] এবং ফাতিমা-তুয-যাহুরা ঐশী (মায়া দ্য লস্ট মাদার)  
শ্রেষ্ঠ গীতিকার - নির্মলেন্দু গুণ [ইস্টিশনে জন্ম আমার...] (কালো মেঘের ভেলা) এবং কবি কামাল চৌধুরী [চল হে বন্ধু চল...] (মায়া দ্য লস্ট মাদার)
শ্রেষ্ঠ সুরকার - প্লাবন কোরেশী [বাড়ির ওই পূর্বধারে...] এবং সৈয়দ মো. তানভীর তারেক (আমার মায়ের আচল...] (মায়া দ্য লস্ট মাদার)

আরও পড়ুন:

 

>> শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ

>> শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান

>> জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা গায়িকা মমতাজ

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।