ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথম ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস’ পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
প্রথম ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস’ পেলেন যারা

করোনাকালে প্রেক্ষাগৃহ বন্ধ থাকার সুযোগে বিশ্বজুড়ে সিনেমা ও সিরিজ দেখার বিকল্প জনপ্রিয় মাধ্যম হিসেবে নিজের জায়গা দৃঢ় করেছে ওটিটি প্ল্যাটফর্ম। তাই এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভারতীয় সিরিজগুলোর জন্যও পৃথকভাবে প্রথমবার অ্যাওয়ার্ডস প্রদান করলো ফিল্মফেয়ার।

 

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২০’ ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। আর এ সম্মানজনক পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ওয়েবসিরিজ ‘পাতাল লোক’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’। এ দুটো সিরিজই এনেছে আমাজন।

‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২০’ জয়ীদের তালিকা:

সেরা সিরিজ: পাতাল লোক
সেরা পরিচালক (সিরিজ): অবিনাশ অরুণ ও প্রসিত রয় (পাতাল লোক)
সেরা সিরিজ (সমালোচক): দ্য ফ্যামিলি ম্যান
সেরা পরিচালক (সমালোচক): কৃষ্ণ ডিকে ও রাজ নিডিমরু (দ্য ফ্যামিলি ম্যান)

ড্রামা সিরিজের সেরা অভিনেতা: জয়দীপ অহলাওয়াত (পাতাল লোক)
ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী: সুস্মিতা সেন (আরিয়া)
ড্রামা সিরিজের সেরা অভিনেতা (সমালোচক): মনোজ বাজপায়ি (দ্য ফ্যামিলি ম্যান)
ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী (সমালোচক): প্রিয়ামনি (দ্য ফ্যামিলি ম্যান)

কমেডি সিরিজের সেরা অভিনেতা: জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত)
কমেডি সিরিজের সেরা অভিনেত্রী: মিথিলা পালকার (লিটল থিংস সিজন থ্রি)
কমেডি সিরিজের সেরা অভিনেতা (সমালোচক): ধ্রুব সেহগাল (লিটল থিংস সিজন থ্রি)
কমেডি সিরিজের সেরা অভিনেত্রী (সমালোচক): সুমুখী সুরেশ (পুষ্পাবলি সিজন টু)

ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: অমিত সাধ (ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস)
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: দিব্যা দত্ত (স্পেশাল ওপিএস)
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: রঘুবীর যাদব (পঞ্চায়েত)
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: নীনা গুপ্ত (পঞ্চায়েত)

সেরা নন-ফিকশন অরিজিনাল (সিরিজ/স্পেশাল): টাইমস অব মিউজিক

সেরা কমেডি (সিরিজ/স্পেশাল): পঞ্চায়েত
সেরা সিনেমা (ওয়েব অরিজিনাল): রাত আকেলি হ্যায়

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।